তৃণমূল থেকে ইস্তফার পর প্রথম ফেসবুক পোস্টে অরূপ রায়ের সমালোচনার জবাব দিলেন লক্ষ্মীরতন শুক্ল। সঙ্গে সৌরভের ছবি দিয়ে উসকে দিলেন নতুন জল্পনা।
বৃহস্পতিবার তাঁর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেটের ময়দানের একটি হাতে আঁকা ছবি পোস্ট করেন লক্ষ্মী। নীচে লেখেন, ‘একজন প্রকৃত নেতা বা অধিনায়ক শুধু নিজেই খেলেন না, সঙ্গে দলকেও খেলান।’
এতেই শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি অরূপ রায়কে জবাব দিলেন লক্ষ্মী? না কি তিনি সৌরভের দলে রয়েছেন বলে বোঝাতে চাইলেন?

গত মঙ্গলবার লক্ষ্মীর পদত্যাগের পর অরূপ রায় বলেছিলেন, ‘ভোটের আগে সেনাপতির দায়িত্ব থেকে সরে গেলেন উনি। ওনার পদত্যাগে দলের ক্ষতি হবে না।’
আবার এদিনই হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক মহলে তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চলছে। এই পরিস্থিতিতে কি সৌরভে আস্থা রেখে বিজেপির পথে যাওয়ার ইঙ্গিত দিলেন লক্ষ্মী? প্রশ্ন উঠছে তা নিয়েও।