পর পর দু’বার বাংলায় আসার কথা থাকলেও কর্মসূচি বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাতে বঙ্গ–বিজেপির নেতাদের মন ভার হয়েছে। এই আবহে এবার বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে সূত্রের খবর। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে যদি প্রধানমন্ত্রী বাংলায় আসেন তাহলে তা হবে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ এখন বাংলায় বেশ কয়েকটি জ্বলন্ত ইস্যু রয়েছে। তা নি🌜য়ে যদি প্রধানমন্ত্রী কিছু মন্তব্য করেন তাহলে সরগরম হয়ে উঠবে রাজ্য–রাজনীতি। বিজেপির নেতারা তাই চান।
কবে আসবেন প্রধানমন্ত্রী মোদী? এপ্রিল মাসেই বাংলায় সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৪ এপ্রিল বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী বলে সূত্রের খবর। বিজেপির কাছেও এমন খবর রয়েছে। তবে প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপি রাজ্যে এলে তা নবান্নের কাছে খবর থাকে। এখানকার পুলিশ প্রশাসনের কাছে খবর থাকে। কারণ নিরাপত্তার স্বার্থে। সেখানে এখনও কোনও খবর নেই তাদ𝓀ের কাছে। কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী বলে জানা গিয়েছে। এমনকী জনসভা হতে পারে কলকাতা বা সংলগ্ন কোনও জেলায় বলে সূত্রের খবর।
আরও পড়ুন: ‘সুন্দর চা আর শান্ত পরিবেশ’, ছবি পোস্ট বহরমপুরের তৃণমূল সাংসদের, আক্রমণে নেটপাড়া
এখন মুর্শিদাবাদ জেলা তপ্ত হয়ে রয়েছে। সেখানে ওয়াকফ আইনের বিরোধীতায় ব্যাপক মারধর, ভাঙচুর, উত্তেজনার ঘটনা ঘটেছে। তার জেরে আধা সামরিক বাহিনী নামাতে হয়েছে। ইন্টারনেট বন্ধ করে দিতে হয়েছে। আজ, সোমবার থেকে সেখানে পরিস্থিতি বেশ উন্নতি হয়েছে। আবার সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক–শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে।🍸 সুতরাং এই সমস্যাবহুল বাতাবরণে প্রধানমন্ত্রীর বঙ্গ–সফর নতুন কোনও বার্তা বহন করে কিনা সেটাই দেখার। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে এখনও কিছু বার্তা আসেনি নবান্নের কাছে। তবে শীঘ্র🦂ই আসবে বলে মনে করা হচ্ছে। তবে তারিখ পরিবর্তন হতে পারে।