বাংলাদেশে অশান্ত পরিস্থিতি। তার মধ্য়েই এবার পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার জন্য ভিড় বাংলাদেশিদের। সীমান্ত সিল হতে পারে এই আশঙ্কায় দলে দলে বাংলাদেশিরা এবার জড়ো হচ্ছেন সীমান্তে। কার্যত দেশে ফেরার তাড়া রয়েছে বাংলাদেশিদের। দেশে বিরাট বিপদ হতে পারে এটা বুঝতে পেরে আর অন্য় কোনও উপায় দেখছেন না বাংলাদেশিরা। সেকারণে যে সমস্ত বাংলাদেশিরা নানা কারণে ভারতে এসেছিলেন তার𒆙া এবার দলে দলে ভিড় করছেন পেট্রাপোল সীমান্তে। মূলত দেশে ফিরতে চাইছেন তারা।
দলে দলে সীমান্তে ভিড় করছেন বাংলাদেশিরা। কেউ এসেছিলেন ভারতে আত্মীয়ের বাড়িতে। কেউ এসেছিলেন চিকিৎসা করাতে। এদিকে তার মধ্য়েই তাঁরা জানতে পারেন যে বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ বিগড়ে যেতে শুরু করেছে। হিন্দুদের উপর হামলা💙র খবর সামনে আসতে শুরু করেছে। আর তার জেরে এবার দেশে ফেরার তাড়া। কারণ তাঁরা প্রিয়জনদের বাংলাদেশে রেখে এসেছেন। সেকারণেই তাঁরা সেখানে ফিরতে চাইছেন।
কিন্তু নানা আশঙ্কা তাঁদের মনে ভিড় করছে। ইতিমধ্য়েই সংবাদমাধ্যমে মুখ খুলেছেন তাঁরা। কেউ কেউ আশঙ্কা করছেন বাংলাদেশে ফিরে যাওয়ার পরে জবাই করে দেবে না তো? কিন্তু সবথেকে বড় কথা হল সেটা তো তাদের নিজের দেশ। সেখানে তো ফিরতেই হবে। সেকারণেই তাঁ🎉রা এবার ফিরতে চান সেখানে। কিন্তু সেই ☂দেশ কতটা নিরাপদ তাঁদের কাছে এটাও বুঝতে পারছেন না।
কার্যত আতঙ্কের প্রহর গুনছেন তারা। তাঁ꧋দের একাংশের দাবি কিছু খবর আসছে, কি𝔉ছু খবর আসছে না। সেক্ষেত্রে বাস্তবে ওখানে কী হচ্ছে সেটা বুঝতে পারছেন না তারা। কিন্তু তবু তো ফিরতেই হবে।
কিছুদিন আগে বৈষম্যবিরোধী আন্দোলনের নামে হিংসা হয়েছিল বাংলাদেশে। এরপর তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে কার্যত পালিয়ে যান। এরপর সেখানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। তারই পꦗ্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।
এদিকে সম্প্রতি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকেই অশান্ত বাংলাদেশে। সেখানে ধারাবাহিকভাবে হিন্দুদের উপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ। একের পর এক মন্দিরে লুঠপ💮াট, হামলা, সাংবাদিককে হেনস্থা, হিন্দু সন্ন্যাসীদের গ্রেফতারের মতো ঘটনা হচ্ছে। কিন্তু তারপরেও হুঁশ ফিরছে না বাংলাদেশ 🔥সরকারের।
এদিকে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিও উঠতে শুরু করেছে। সব মিলিয়ে একেবারে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে। আর সেই বাংলাদেশে ফেরা🦄র জন্য তাড়া ভারতে আসা বাংলাদেশিদের।