বর্ষা এলেই জলমগ্ন হয়ে ওঠে কলকাতার বিভিন্ন প্রান্ত। কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর অবধি জল জমে। অনেক ক্ষেত্রেই আবার কয়েকদিন ধরে জল জমে থাকতে দেখা যায়। যারফলে চরম দুর্ভোগে পড়েন শহরবাসী। এতদিন মহানগরের বিভিন্ন জায়গায় জল জমার পরিমাণ কত তা জানার জন্য কলকাতা পুলিশের উপরেই ভরসা রাখতে হত পুরসভাকে। তবে এবার কোথায় কত জল জমেছে? সেই তথ্য স﷽রাসরি জানতে পারবে পুরসভা। এর জন্য বিশেষ যন্ত্র বসানো হচ্ছে। যদিও এই যন্ত্র বসানো হচ্ছে লালবাজারের তরফে। তবে জল জমার পরিমাণ সক্রান্ত তথ্য এই যন্ত্রের মাধ্যমে সরাসরি পু🍰লিশ ছাড়াও জানতে পারবে পুরসভা।
আরও পড়ুন: আর জল জমবে না ব্যান্ডেল সাবওয়েতে, বিরা🗹ট🍌 পরিকল্পনা রেলের, মনে হবে বিদেশে আছেন!
লালবাজার 🦂সূত্রের খবর, শহরের ১২টি জায়গায় সেন্সর সহ এই বিশেষ যন্ত্র বসানো হচ্ছে। মূলত যাতে দ্রুত জমা জল নামানোর ব্যবস্থা করা যায় সেই উদ্দেশ্যেই বসানো হচ্ছে এই যন্ত্র। কারণ কোথায় কত পরিমাণ জল জমেছে তা জানার পর নামানোর জন্য তৎপরতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে পুরসভা। আপাতত পরীক্ষামূলকভাবে শহরের বেশ কয়েকটি জায়গায় এই যন্ত্র বসানো হচ্ছে।
ইতিমধ্যেই এই যন্ত্র বসানো হয়েছে শহরের বেশ কিছু জায়গায়। যার মধ্যে রয়েছে মহম্মদ আলি পার্ক এবং রডন স্ট্রিট। এর মধ্যে রডন স্ট্রিটের দুদিকে দুটি যন্ত্র বসানো হয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, জল জমার তথ্য পেয়ে তা নামানোর জন্য দ্রুত ব্যবস্থা করতে পারবে পুরসভা। তিনি জানান, পরীক্ষামূলকভাবে এই যন্ত্র কিছু জায়গায় বসানো হচ্ছে। সফল হল🦩ে বাকি জায়গাগুলিতেও একইভাবে এই বিশেষ যন্ত্র বসানো হবে। পুলিশ সূত্রের খবর, এই যন্ত্রগুলি বসাতে খরচ হচ্ছে কয়েক লক্ষ টাকা। সৌর শক্তির মাধ্যমে যন্ত্রগুলি চলবে। ফলে আলাদাভাবে কোনও বিদ্যুতের লাইনের প্রয়োজন হবে না।