ওয়াকফ বিল ইস্যুকে কংগ্রেসসহ অন্যান্য ছোট বিরোধী দলগুলিকে নিয়ে চলা উচিত তৃণমূলের। বিধানসভায় এই মন্তব্য করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেলেন ডেবরার বিধায়ক তথা প্রাক্তন IPS হুমায়ুঁ কবির। ব꧃ৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যে ফের একবার ইন্ডি জোটে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন - বা🧔কিরা ওয়াক আউট করলেও বিধ🌠ানসভায় মন্ত্রীর সঙ্গে আলোচনায় মগ্ন BJP বিধায়ক
পড়তে থাকুন - আবাসের ঘরে হোম স্টে, টাকিতে দুর্নীতির দায় ঝাড়তে মরিয়া চেষ্টা পুরপ্র💮ধানের
বৃহস্পতিবার বিধানসভায় বলতে উঠে হুমায়ুঁ কবির বলেন, ‘আমার মনে হয় ওয়াকফ বিলের বির🐬োধিতা করে কংগ্রেসসহ সমস্ত ছোট বিরোধী দলগুলিকে সঙ্গে নিয়ে চলা উচিত তৃণমূলের।’ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এব্যাপারে বিধানসভায় আলোচনা করা অনুচিত। ওয়াকফ বিলের বিরোধিতায় আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে তৃণমূল।’
মমতার এই মন্তব্য নিয়ে প্রশ্ন উঠছে, ইন্ডি জোটে তাহলে ঠিক কী অবস্থান তৃণমূলের? কেন অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির ব্যাপারে সমন্বয়ে বারবার অনিচ্ছা প্রকাশ করছে তৃণমূল। সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতে বিরোধী দলগুলির সমন্বয় বৈঠকে যোগদান করেনি তৃণমূল। এমনকী বুধবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ꧃ব্যক্তিগতভাবে মুলতুবি প্রস্তাব এনে সংসদের অধিবেশনে হট্টগোল করবেন না তৃণমূল সাংসদরা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট কথা, ওয়াকফ সংশোধনী বিল পাশ হ🍃লে মুসলিমরা তাদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবেন।
আরও পড়ুন - হিলি দিয়ে বাংলাদেশে পেঁয়াজ ও আলু রফতানꩵি ব༒ন্ধ, সীমান্তে দাঁড়িয়ে শ'য়ে শ'য়ে ট্রাক
বামেদের দাবি, মুখে বিজেপি ও তার নীতির বিরোধিতা করলেও তলে তলে গেরুয়া শিবিরের সঙ্গে বোঝাপড়া করে চলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তার উদাহরণ দেখা গেল ওয়াকফ বিলে। যদিও তৃণমূলের একাংশের দাবি, একের পর এক নির্বাচনে বিজেপির সামনে মুখ থুবড়ে পড়া কংগ্রেসের নেতৃত্বে কোনও আন্দোলনে যোগদান করতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বিজেপিকে লাগাতার রুখে দিয়েছেন তিনি। তাই ওয়াকফ বিলꦅের বিরোধিতাও নিজেদের মতো করেই করবে তৃণমূল।