পরবর্তী খবর
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে। শুক্রবার সন্ধ্যায় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পর তাঁকে ভেন্টিলেশন দেন চিকিৎকসরা। শেষ খবর পাওয়া পর্যন্ত সাধন পাণ্ডের শারীরিক অবস্থা স্থিতিশীল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কাশি ও ফুসফুসের গুরুতর সংক্রমণে ভুগছিলেন সাধন পাণ্ডে। শুক্রবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থায় আচমকা অবনতি হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ এই বিধায়ককে।
চিকিৎসকরা জানিয়েছেন, সাধন পাণ্ডের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তবে গত কয়েকঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার বেশ কিছুটা উন্নতিও হয়েছে।
গত এপ্রিলেও একই রকম অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাধনবাবু। বেশ কিছুদিন চিকিৎসার পর তিনি সুস্থ হন।