‘অপারেশন সিঁদুর’এ পাকিস্তানে এ꧙কের পর এক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। আর তার পর প্রথম প্রতিক্রিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই অভিযানের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার দুপু🍸রে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সবার সজাগ ও সতর্ক থাকা উচিত যাতে পাকিস্তান নামক আবর্জনাটি আর কিছু করতে না পারে।
তিনি বলেন,🧸 ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। মোদীজি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। আজ উৎসব পালন করা উচিত।'
শুভেন্দুবাবু বলেন, ''পোশাক সরিয়ে হিন্দু পুরুষদের চিহ্নিত করে স্ত্রী ও সন্তানদের সামনে খুন করা হয়েছে। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এরকম কখনও দেখিনি। রাত জেগে ভারতীয় জওয়ানরা করেছেন ত♛ারাই প্রকৃত চৌকিদার। তাদের জন্য ভারতবাসী হিসাবে আমরা গর্বিত। সর্বত্র জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করা উচিত। প্রত্যেক ধর্ম✱ীয় স্থানে ভারতীয় জওয়ানদের জন্য প্রার্থনা ও পূজা করা উচিত। সবার সজাগ ও সতর্ক থাকা উচিত যাতে পাকিস্তান নামক আবর্জনাটি আর কিছু করতে না পারে। আমার আজ সন্ধ্যায় কলকাতায় রাম মন্দিরে আরতিতে অংশগ্রহণ করার ইচ্ছা আছে।’
এর পরই তৃণমূলকে আক্রমণ শানান শুভেন্দুবাবু। তিনি বলেন, ‘তৃণমূল আর বামপন্থীরা কোথায়? কাল তৃণমূল প্রধানমন্ত্রীর কাছে ১৪টি প্রশ্ন রেখেছ𒐪িল। আজ কোন গর্তে লুকিয়ে পড়েছে? সবার যখন একজোট হয়ে প্রধানমন্ত্রীর পাশে থাকা উচিত তখন তারা প্রশ্ন করছে? তার জবাব মাঝরাতে ভারতীয় জওয়ানরা দিয়ে দিয়েছেন।’
তাঁর আবেদন, ‘যাদবপুরের টুকড়ে - টুকড়ে গ্যাং থেকে শুরু করে রাজ্যে য👍েসব দেশবিরোধী শক্তির বিরুদ্ধে আ🌊ঘাত হানতে হবে পশ্চিমবঙ্গবাসীকে।’