সিএএ নিয়ে প্রতিবাদের জেরে জ্বলছে রাজধানী। ইতিমধ্যেই মৃত নয়। এই নিয়ে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে আর্জি জানালেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। তাঁর মতে, রং না দেখে যে কোনও নেতা উস্কানিমূলক মন্তব্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীর বলেন বিক্ষোভকারীদের হিংসার আশ্রয় না নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসা উচিত। একই সঙ্গে তিনি বলেন যে কপিল মিশ্র হোক বা যে কেউ, মানুুষকে উসকেছেন যারা, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের। এটা কংগ্রেস, বিজেপির বিষয় নয়, দিল্লির ইস্যু বলেন গম্ভীর। কপিল মিশ্র যা বলেছেন, সেটি মানা যায় না, সাফ জানান গৌতম গম্ভীর।প্রাক্তন আপ নেতা কপিল মিশ্র বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। জাফরাবাদের মৌজপুর চকে সিএএ-র সমর্থনে রবিবার মিছিল বার করেন তিনি। সেখানে পুলিশের সামনেই কার্যত সিএএ বিরোধীদের হুমকি দেন তিনি। এরপর থেকেই ওই এলাকায় গণ্ডগোল শুরু হয়েছে। এক পুলিশকর্মী সহ নয়জন ইতিমধ্যেই মারা গিয়েছেন।