বুধবার ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড পার্সোনাল সিলেকশন (আইবিপিএস)। এবার ক্লার্ক পদে (IBPS CRP Clerks X) ১,৫৫৭ জনকে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন।
আইবিপিএসের তরফে জানানো হয়েছে, আগামী ৫, ১২ এবং ১৩ ডিসেম্বর অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে। সেই পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ৩১ ডিসেম্বর। যে প্রার্থীরা মেন পরীক্ষার ছাড়পত্র পাবেন, তাঁরা আগামী বছরের ১২ জানুয়ারি অনলাইনে কল লেটার ডাউনলোড করতে পারবেন। অনলাইনে মেন পরীক্ষা হবে আগামী ২৪ জানুয়ারি। তার ভিত্তিতে আগামী ১ এপ্রিল ‘প্রভিশনাল অ্যালটমেন্ট লিস্ট’ প্রকাশ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন শুরুর দিন : ২ সেপ্টেম্বর, ২০২০।
অনলাইনে আবেদনের শেষদিন : ২৩ সেপ্টেম্বর, ২০২০।
আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্মে পরিবর্তনের শেষদিন : ২৩ সেপ্টেম্বর, ২০২০।
আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করার শেষদিন : ২৩ সেপ্টেম্বর, ২০২০।
বয়স
সর্বনিম্ন বয়স : ২০ বছর (১ সেপ্টেম্বর, ২০২০ অনুযায়ী)।
সর্বোচ্চ বয়স : ২৮ বছর (১ সেপ্টেম্বর, ২০২০ অনুযায়ী)।
তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছর, অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণিভুক্ত (ওবিসি) প্রার্থীদের ক্ষেত্রে সেই ছাড় তিন বছরের। আর বিশেষভাবে সক্ষম প্রার্থীরা ৩৮ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
যোগ্যতা
১) ভারত সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি বা কেন্দ্র স্বীকৃত কোনও সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
২) সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষায় পড়তে, লিখতে ও কথা বলতে জানতে হবে।
৩) কম্পিউটারের কাজকর্ম বা ল্যাঙ্গুয়েজে সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। অথবা হাইস্কুল বা কলেজ বা প্রতিষ্ঠানে কম্পিউটার বা তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনা করতে হবে।