শুক্রবার প্রকাশিত হয়েছে আইবিপিএস ক্লার্ক পরীক্ষা ২০২৩ ঘিরে বিশেষ নোটিফিকেশন। ‘ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন’ এর তরফে এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য দেখা যেতে পারে।
আজ ১ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে আইবিপিএস ক্লার্ক পদে আবেদন জানানোর সময়সীমা। এই সময়সীমা শেষ হবে ২১ জুলাই। যে সমস্ত পরীক্ষার্থীরা আবেদন করতে চান, তাঁরা ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপনটির নথি ডাউনলোড করে তথ্য সম্পর্কে বিস্তারিত নিতে পারেন। ওয়েবসাইটে এর বিজ্ঞাপন ইতিমধ্যেই চলে এসেছে।
এই পরীক্ষায় যাঁরা প্রথম ধাপটি পাশ করবেন, তাঁরা পরবর্তী দ্বিতীয় ধাপের পরীক্ষায় বসতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত পদ্ধতিতে আবেদন করতে পারেন ইচ্ছুক পরীক্ষার্থীরা। ১ জুলাই থেকে ওয়েবসাইটে অ্যাকটিভ হয়ে যাবে আবেদন করার লিঙ্ক।
কীভাবে আবেদন করবেন?
১) এই লিঙ্কে আইবিপিএসের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করুন।
২) হোমপেজে গিয়ে ‘CRP Clerk- XIII’ নিয়োগের যে অপশন রয়েছে সেখানে গিয়ে ক্লিক করুন।
৩) ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করুন।
৪) এরপর আবেদনের ফর্ম ফিল আপ করুন। যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেখানে নথিভূক্ত করুন।
৫) এরপর ফাইনাল পেজ ডাউনলোড করে নিন, এরপর প্রিন্টআউট বাকি পদ্ধতির জন্য রেখে দিন। সেখানে ওই প্রিন্ট আউটে লেখা তথ্য দেখে যাবতীয় বিষয় নথিভূক্ত করতে হবে।
এই পদের জন্য যোগ্যতা:-
এই পরীক্ষায় বসতে গেলে ন্যূনতম বয়স হতে হবে ২০ বছর। আর সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ২৮ বছর। ০২.০৭.১৯৯৫ সালের পরে যাঁরা জন্মেছেন তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন। আর ০১.০৭.২০০৩ সালের আগে যাঁরা জন্মেছেন তাঁরা বসতে পারবেন এই পরীক্ষায়।
শিক্ষাগত যোগ্যতা- দেশের যেকোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকস্তরের ডিগ্রি থাকতে হবে পরীক্ষার্থীর। যেকোনও বিষয়ে এই ডিগ্রি থাকতে পারে। যে মার্কশিট পেশ করা হচ্ছে, তা যেন হয় বৈধ। সেখানে যেন বিশ্ববিদ্যালয়ের শিলমোহর দেওয়া থাকে। সেখানেই বলা থাকে যে রেজিস্টার হওয়া দিনে ওই পরীক্ষার্থী স্নাতক হয়েছেন। মার্কশিটে প্রাপ্ত নম্বরের যাবতীয় ভাগ উল্লেখিত থাকতে হবে।