চলতি রঞ্জি ট্রফিতে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় ♊রাখলেন অজিঙ্কা রাহানে। তামিলনাড়ুর বিরুদ্ধে সেমিফাইনালে দরকারের সময় দলকে নির্ভরতা দেওয়ার চেষ্টা করেন মুম্বই দলনায়ক। যদিও জমাট প্রতিরোধ গড়তে পারেননি তিনি। ফের একবার সস্তায় সাজঘরে ফেরেন রাহানে।
একা অজিঙ্কা রাহানেই নন, রঞ্জি সেমিফাইনালের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন পৃথ্বী শ এবং শ্রেয়স আইয়ারও। বোর্ডের চাপে রঞ্জি খেলতে নামা শ্রেয়স কেমন পারফর্ম্যান্স উপহার দেন, সেদিকে নজর ছিল ক্রিকেটপ্রেমীদের। স𒉰ুযোগ ছিল বড় রানের ইনিংস খেলে নিজেকে প্রমাণ করার। তবে শ্রেয়স প্রথম ইনিংসে ডাহা ফেল।
এমনটা নয় যে, ঘাড়ের উপরে বিরাট রানের বোঝা নিয়ে ব্যাট করতে নামে মুম্বই। বরং তামিলনাড়ু নিতান্ত👍 কম রানে প্রথম ইনিংসে অল-আউট হয়। তাই পালটা ব্যাট করতে নেমে বিশেষ চাপ ছিল না মুম্বইয়ের উপরে। তা সত্ত্বেও মুম্বইয়ের তারকা ব্যাটাররা একে একে সাজঘরে ফেরার মিছিলে নাম লেখান।
যুব বিশ্বকাপ মাতানো মুশির খান কোয়ার্টার ফাইনালꦿের পরে সেমিফাইনালেও ব্যাট হাতে যথাসাধ্য লড়াই চালান। মুশির বরোদার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরি করে দলকে সেমিফাইনালের টিকিট এনে দেন। এবার তামিলনাড়ুর বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম ইনিংসে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন তিনি।
আরও পড়ুন:- WTC-꧙র ইতিহাসে সব থেকে বেশি উইকেট, জাদেজাকে টপকে সেরা ১০-এ হেজেলউড
মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে তামিলনাড়ু। তারা ম্যাচের প্রথম দিনেই প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায়। তামিলনাড়ু ৬৪.১ ওভারಌে ১৪৬ রান তোলে। বিজয় শঙ্কর ৪৪ ও ওয়াশিংটন সুন্দর ৪৩ রান করেন। খাতা খুলতে পারেননি সাই সুদর্শন। ৪ রান করেন নারায়ণ জগদীশান। ক্যাপ্টেন সাই ক༺িশোর করেন মাত্র ১ রান।
আরও পড়ুন:- টেস্টে সব থেকে বেশি উইকেট, ওয়ালসকে টপকে সাতে লিয়ন, চꦬোখ রাখুন সেরা ১০-এ
মুম্বইয়ের তুষার দেশপান্ডে প্রথম ইনিংসে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট দখল করেন শার্দুল ঠাকুরꦇ, মুশির খান ও তনুষ কোটিয়ান। ১টি উইকেট নেন মোহিত আবস্তি। উইকেট পাননি শামস মুলানি।
আরও পড়ুন:- অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে জামনগরে সচি🤪ন-ধোনি-হার্দিকরা, নেটিজেনরা কাবু মাহির লুকে