পার্থের মাটিতে ২৯৫ রানের বিশাল ব্যবধানে প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্টের দলে কোনও বদলই আনছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে মিচেল মার্শের ফিটনেস নিয়ে চিন্তা রয়েছে। কারণ অজি অলরাউন্ডার ঠিকঠাক বোলিং করতে পারছেন না। প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটাতে অ্যাডিলেডে একদিন আগেই চলে যাচ্ছে অস্ট্রেলিয়া, সেখানে একজন অতিরিক্ত নেট সেশন করবেন তাঁরা।
মার্শের চোট লেগেছে-
তিনি জানান, পার্থের ড্রেসিং রুমে যারা রয়েছেন তাঁরাই অ্যাডিলেডের ড্রেসিং রুমে থাকবেন। মিচেল মার্শের চোট নিয়ে একটা সংশয় রয়েছে, কারণ গত ম্যাচে ১৭ ওভারের বেশি বোলিং করতে পারেননি তিনি। এই সমস্যা তাঁর গত ইংল্যান্ড সফর থেকেই চলছে। অধিনায়ক প্যাট কামিন্সও জানিয়েছিলেন মিচেল মার্শে পায়ে ফুলে রয়েছে।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
মার্শ ফুল ফিট ছিলেন না-
যদিও অজি কোচ ম্যাকডোনাল্ড খুশি মার্শের বোলিংয়ে। তাঁকে সামনে থেকে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ। অ্যালান ম্যাকডোনাল্ড জানান, ‘ও কিছুটা অপ্রস্তুত হয়েই টেস্টে নেমেছিল, তবে আমার মনে হয় প্রথম ইনিংসে পারফরমেন্স ভালোই ছিল। বড় ব্যবধানে হারলেও দলের মনোবল ভাঙেনি। তবে কি হয়েছে না হয়েছে তাঁর একটা রিভিউ হওয়া প্রয়োজন। খারাপ এবং ভালো সময় এই দল ভালো ঘুরে দাঁড়াতে পারে। তাই এই দল বেশ ভালো। তবে আমাদের প্ল্যান ঠিকই ছিল।আমাদের ব্যাটাররা চ্যালেঞ্জের সামনে পড়েছিল। তবে এখান থেকেই শিক্ষা নিতে হবে ’।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
ল্যাবুশেনের পাশেই কোচ-
মার্নাস ল্যাবুশেনের ফর্ম নিয়েও কথা চলছে। যার গত ১০টি টেস্ট ইনিংসে ব্যাটিং গড় মাত্র ১৩.৬৬। যদিও তাঁর ওপর অস্ট্রেলিয়ান কোচ ভরসাই রাখছেন। জানাচ্ছেন ল্যাবুশেনকে তাঁদের প্রয়োজন রয়েছে। তাঁর কথায়, ‘একটা আলোচনা চলছে ওকে নিয়ে। এটা সব ক্রিকেটারের কেরিয়ারেই হয়, তাই ওরও খারাপ সময় যাচ্ছে। কোনও সন্দেহ নেই ও বাইরে থেকে সমালোচিত হবে। কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে ওর সেরা সময়ে, আমাদের ওকে প্রয়োজন। মাইন্ডসেট আর টেকনিক্যাল কিছু বিষয় রয়েছে, তবে ও সামাল দিয়ে দেবে আশা করছি ’।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
অনেক ক্রিকেটার রয়েছে দলে আসার মতো-
অভিষেক হওয়া নাথান ম্যাকসুইনিকে ওপেনার হিসেবে খেলাতে গিয়ে অজিরা চাপের মধ্যে পড়ে। কারণ দুই ইনিংস মিলিয়ে নাথান করেন মাত্র ১০ রান। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভালো খেললেও টেস্টে তিনি ফ্লপ করেন। অ্যালান ম্যাক়ডোনাল্ড বলছেন, ‘আমার মনে হয় অনেক ক্রিকেটারই দরজায় কড়া নাড়ছে। আমার মনে হয় দলে যথেষ্ট গভীরতা রয়েছে। কখনও কখনও শিল্ড ক্রিকেটে নজর রাখা উচিত, কিন্তু এটা কখনও কঠিন হয়ে যায় নতুন ধরণের পিচে। তাই আমার মনে হয়, অনেক প্লেয়ার আমাদের হাতে রয়েছে ’।