একজনের বয়স ৪৩ ছুঁইছুঁই। অপরজনের বয়স ৩৬ ছুঁতে চলেছে। আর মঙ্গলবার সেই দুই ‘বুড়ো’-র ভেলকির সাক্ষী থাকল চিপক স্টেডিয়াম। গুজরাট টাইটানসের বিরুদ্ধে ডাইভ দিয়ে দুর্ধর্ষ ক্যাচ নিলেন মহেন্দ্র সিং ধোনি এবং অজিঙ্কা রাহানে। উইকেটের পিছনে ডানদিকে ঝাঁপ🐽িয়ে পড়ে বিজয় শংকরের দুর্দান্ত ক্যাচ ধরেন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রাক্তন অধিনায়ক ধোনি। আর সেই ঘটনার ৪.২ ওভার পরে আরও অবিশ্বাস্য ক্যাচ নেন রাহানে। দৌড়ে এসে ডিপ মিড-উইকেটে ঝাঁপিয়ে পড়ে ডেভিড মিলারের দুর্দান্ত ক্যাচ ধরেন ভারতীয় ট🔜েস্ট দলের সহ-অধিনায়ক।
ধোনি কীভাবে ক্যাচটা নিলেন?
মঙ্গলবার গুজরাটের ব্যাটিংয়ের অষ্টম ওভারে দুর্ধর্ষ ক্যাচটা ধরেন ধোনি। ডারিল মিচেলের বলটা চতুর্থ স্টাম্পের লাইনে ছিল। সোজা মারতে যান গুজরাটের বিজয়। কিন্তু বলটা ব্যাটের কাণায় চুমু খেয়ে উইকেটের পিছনে চলে যায়। সেইসময় কোনও স্লিপ ছিল না। নিজের ডানদিকে ঝাঁপিয়ে দু'হাত দিয়ে বলট▨া তালুবন্দি করে নেন সিএসকের প্রাক্তন অধিনায়ক। আর সেই ক্যাচটা দেখে উচ্ছ্বাসে ফেটে প✱ড়ে চিপক স্টেডিয়াম। উদ্ভাসিত হয়ে যান ভারতীয় দলের প্রাক্তন তারকা সুনীল গাভাসকরও।
চূড়ান্ত উচ্ছ্বাসের ভঙ্গিমায় তিনি বলতে থাকেন, ‘(ধোনিকে ম্যাচের বাইরে রাখা যাবে না), নট অ্যাট অল। হি ইজ দ্য ম্যান, হি ই🎉জ দ্য ম্যান। ক্যাচটা স্রেফ দেখুন। বলটা অফস্টাম্পের সামান্য বাইরে ছিল। আর তারপরের দৃশ্য শুধু দেখুন। 💎ও দু'হাত দিয়ে বলটার কাছে পৌঁছে গিয়ে ধরে নিল। দ্য ম্যান, দ্য ম্যান। অসামান্য ক্যাচ। বিজয় শংকর বিশ্বাসই করতে পারছে না।’ পাশ থেকে অপর এক ধারাভাষ্যকার বলে ওঠেন, ‘সেই ক্লাসিক স্টাইল।’ তথ্য অনুযায়ী, ক্যাচটা ধরার জন্য ২.২৭ মিটার স্ট্রেচ করেছিল ধোনির শরীর।
আরও পড়ুন: CSK vs GT Live Score Updates, IPL 2ꦑ024- গুজরাট টাইটানস൲কে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস
রাহানে কীভাবে ক্যাচ নিলেন?
ধোনির সেই অসামান্য ক্যাচের ছবিটা যখন চোখে জ্বলজ্বল করছে, তখন অসামান্য একটা একটা ক🅷্যাচ ধরেন রাহানে। ১২ তম ওভারের পঞ্চম বলটা ইয়র্কার করার চেষ্টা করেন তুষার দেশপাণ্ডে। লেগস্টাম্প লাইনে পড়ে বলটা। নিজের সামনে পা'টা ফাঁকা করে মিড-উইকেট দিয়ে ফ্লিক করে দেন। বলটা দ্রুতগ🅘তিতে সেদিকে যেতে থাকে। রাহানে বেশ খানিকটা দৌড়ে এসে ডাইভ দিয়ে মাটি থেকে বলটা স্রেফ তুলে নেন। যে ক্যাচ দেখে হতবাক হয়ে যান ধারাভাষ্যকাররাও। তাঁরা বলেন, ‘ওয়াহ!! ওয়াহ!!’
ধোনি এবং রাহানের সেই দুটি ক্যাচ লাইমলাইট কেড়ে নিলেও রাচিন রবীন্দ্রের প্রশংসা প্রাপ্য। প্রাথমিক ভুলের প্রায়শ্চিত্ত করে মঙ্গলবার গুজরাটের বিরুদ্ধে তিনটি ক্যাচ ধরেছেꦯন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। সবমিলিয়ে আইপিএলের দ্বিতীয় ম্যাচে ৬৩ রানে ধ্বংস করে দিয়েছে চেন্নাই। প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ২০৬ রান তুলেছিল চেন্নাই। জবাবে ২০ ওভারে আট উইকেটে ১৪৩ রানেরꦓ বেশি তুলতে পারেনি গুজরাট।