বৃহস্পতিবার রাতেই আইপিএলে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল হয়ে গেছিল। ধর্মশালায় স্টেডিয়ামের কাছে তেমন আঘাত না আনলেও সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানিরা টানা হামলা চালায়। দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতেই উত্তর ভারতের অধিকাংশ শহরেই ব্ল্যাক আউটের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই ১০.১ ওভার খেলার হওয়ার পর আইপিএলের ম্যাচ নজিরবিহীনভাবেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। যদিও মাঠ কর্তৃপক্ষ এবং বিসিসিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে বাতিস্তম্ভ নিভ💙ে যাওয়ার কারণেই এই ম্যাচ আয়োজন করা যায়নি। এক্ষেত্রে তাঁরা যে বুদ্ধিমত্তার সঙ্গে দর্শকদের মধ্যে কোনওরকম অতিরিক্ত ভয় বা টেনশন ছাড়া পুরো বিষয়টা মোকাবিলা করেছে, তা সাধুবাদ যোগ্য।
এদিকে শুক্রবারই আইপিএল সরকারিভাবে স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে বসায়, কোনওভাবেই আর আইপিএল এখন করতে রাজি ছিল না বোর্ড। তাই ক্রিকেটার ও দর্শক, সকলের কথা মাথায় রেখেই এই প্রতিযোগিতা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।এরই মাঝে ভাইরাল হল দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা পুরো কু🃏ল কুল মেজাজে রয়েছেন , কোনওরকম আশঙ্কার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না তাঁদের চোখে মুখে। অর্থাৎ বেশ মজাতেই রয়েছেন তাঁরা। সেই ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
কারণ পাকিস্তান পরপর সীমান্তবর্তি এলাকায় গোলাবর্ষণ করার পাশাপাশি ড্রোন হামলা করায় তাঁরা হয়ত ভেবেছিল ভারতীয়রা ভয় পাবে, কিন্তু যেভাবে ফ্যাফ ডুপ্লেসিস, লোকেশ রাহুলরা উত্তর ভারতের এক শহরেরই পাহাড়ের কোলে স্নার করলেন ফুরফুরে🌳 মেজাজে, তা দেখে ভারতীয় আর্মিকে কুর্নিশ জানাতেই হয়। কারণ আজ তাঁদের জন্যই ভারতে সকলে এত নিরাপদে ঘুরতে পারছে যুদ্ধ পরিস্থিতিতেও।
এলাকারই এক ক্রিকেট ভক্ত সেই ভিডিয়োটি তুলে সোশাল মিডিয়ায় দিয়েছেন। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘এখানে দেখ ফ্যাফ দুপ্লেসি, লোকেশ রাহুলরা স্নান করছে ’। ইতিমধ্যেই সেই ভিডিয়ো শেয়ার করে পাকিস্তানিদের খোঁচা দিতে শুরু করে দিয়েছে ভারতীয়রা। কারণ ভারত প্রথমে আগ্রাসন দেখায়নি, কিন্তু পাকিস্তান অযথা সমস্যা তৈরি করায় ভারতীয় সেনা যখন প্রত্যাঘাত শুরু করে তখন দিশেহারা হয়ে যায় পাকিস্তান। প্রধানমন🌜্ত্রীকেই নাকি বাঙ্কারে আশ্রয় নিতে হয়, এমন কথাও শোনা যায়।