India A beat Oman by six wickets: বুধবার ভারত ‘এ’-এর বিরুদ্ধে ইমার্জিং এশিয়া কাপের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়🦩েছিল ওমান। প্রথমে ব্যাট করে ওমান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে। ওমানের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন নাদিম। ভারতের হয়ে পাঁচ বোলার নেন ১টি করে উইকেট।
১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর♛্থ ওভারেই প্রথম ধাক্কা খ♔েয়েছিল ভারতীয় দল। ওপেনার অনুজ রাওয়াত ১১ বলে মাত্র আট রান করে সাজঘরে ফিরে যান। ১৫ বলে ৩৪ রান করে আউট হন অভিষেক শর্মা। তবে শেষ পর্যন্ত ওমানকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে ভারত ‘এ’ দল। দারুণ ইনিংস খেলেছিলেন দলের অধিনায়ক তিলক বর্মা। ৩০ বলে তিনি অপরাজিত ৩৬ রান করেন। ২৭ বলে ৫১রানের ইনিংস খেলেছিলেন আয়ুষ বাদোনি।
প্রথমে ব্যাট করতে আসা ওমানের দলের শুরুটা ভালো হয়নি। পাওয়🙈ারপ্লেতেই তিন উইকেট হারায় ওমান দল। আমির ১০ বলে ১৩ রান, অধিনায়ক যতিন্দর সিং ১৩ বলে ১৭ রান এবং করণ মাত্র এক রান কর🌠তে পারেন। ওয়াসিম আলি ২৪ বলে ২৮ রান করেন। ৪৯ বলে ৪১ রান করে আউট হন মহম্মদ নাদিম। এরপরে ওমান স্কোর বোর্ডে ১৪০ রান তোলে।
এর জবাবে ব্যাট করতে নেমে দলের ৩৫ রানের মাথায় অনুজ সাজঘরে ফিরে য়ান। এরপরে📖 অভিষেক শর্মাও ১৫ বলে পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে ৩৪ করে আউট হন। সেই সময়ে দলের রান ছিল ৪৩। এরপরে বাইশ গজে রানের ফুলকি দেখান আয়ুষ বাদোনি। ২৭ বলে ছয়টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫১রাের ইনিংস খেলেন তিনি। এরপরে অবশ্য নেহাল ওয়াধেরা সেভাবে সফল হননি। তবে কলকাতা নাইট রাইডার্সের রমনদীপ সিং দলের অধিনায়ক তিলক বর্মার সঙ্গে ম্যাচে শেষ করেন। এই সময়ে তিলক বর্মা ৩০ বলে অপরাজিত ৩৬ রান করেন ও রমনদীপ চার বলে ১৩ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন… BAN 💙vs SA 1st Test 3rd day: মিরাজের লড়াই সঙ্🐻গে বৃষ্টি, ইনিংসের হার এড়িয়ে ৮১ রানে এগিয়ে বাংলাদেশ