আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ শেষের পর জো রুটের মুখটাই বলে দিচ্ছিল, ইংল্যান্ড দলের ওপর থেকে ঠিক কি গেছে বুধবার রাতে। ৩২৬ রান তাড়া করতে নেমে ৩১৭ রান পর্যন্ত পৌঁছানোর পরেও ম্যাচ হেরে প্রতিযোগিতার বাইরে চলে গেছে ইংল্যান্ড। এমনিতে WTCতে তেমন সাফল্য নেই, সিমিত ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সাফল্য বলতে ২০২৪ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো। ব্যাস এটুকুই।
আরও পড়ুন-FIH Pro League-এ চমক ভারতের! প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী নেদারল্যান্ডসকে হারাল দীপিকারা
জো রুট বুধবারের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ শতরান করে দলকে টেনেছিলেন। ১১১ বলে ১২০ রানের ইনিস খেলার পর তিনি আউট হতে দলের লোয়ার মিডল অর্ডার, টেলেন্ডাররা আর ম্যাচ বের করতে পারলেন না। ড্রেসিং রুমে রুটের হতাশ মুখটাই বলে দিচ্ছিল, আফগানিস্তানের বিপক্ষে হেরে ঠিক কতটা হতাশ তাঁরা। আসলে বোলিংয়ের সময় মার্ক উডের চোটটাও গাড্ডায় ফেলে দেয় ইংল্যান্ডকে।
জো রুটদের হতাশ মুখ, আফগানদের সেলিব্রেশন
আফগানিস্তানের ব্যাটাররা যখন শেষদিকে ইনিংস বড় স্কোরে পৌঁছে দিতে মরিয়া, তখন বাটলার একপ্রকার বাধ্য হয়েই বোলিং করতে এনেছিলেন পার্ট টাইম স্পিনার জো রুটকে। ৪৭তম ওভারে রুট দেন ২৩ রান। শেষ দুই বল ভালো না করলে সেই রান আরও বাড়তেই পারত। রুট অবশ্য ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে পুষিয়ে দিলেন, কিন্তু দলের বাকিরা বাজবল খেলতে গেলেও দলকে জেতাতে যে ক্রিকেটটা খেলা উচিত, সেটাই খেলতে পারল না।
প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়ে হতাশ বাটলার
ম্যাচ শেষে জোস বাটলার বললেন, ‘ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেভাবে আমরা হারলাম আর এত তাড়াতাড়ি প্রতিযোগিতা থেকে ছিটকে গেলাম। আমাদের সুযোগ ছিল এই ম্যাচে জেতার। ক্রিকেট ম্যাচ হিসেবে খেলাটা খুবই ভালো হয়েছে। কিন্তু আমাদেরকে হার স্বীকার করতে হওয়ায় নিঃসন্দেহে আমরা আশাহত, হতাশ। দুর্ভাগ্যবশত চতুর্থ ওভারে মার্ক উডের হাঁটুতে ব্যথা হয়। ওকে কুর্নিশ জানাতে হবে, কারণ ও চোট নিয়েই গোটা ম্যাচে বোলিং করে। কিন্তু শেষদিকে ওর পক্ষে আর বোলিং করা সম্ভব হচ্ছিল না’।
রুটের ওভারটাই টার্নিং পয়েন্ট?
বাটলার বলছেন, 'ওরা শেষ ১০ ওভারেই আমাদের হাত থেকে খেলাটা বের করে নেয়। মার্ক উড বোলিং করতে পারেনি, ৪৭তম ওভারে বেশি রান দিয়ে ফেলি। লিয়াম লিভিংস্টোনও ছিল না। ইব্রাহিমের প্রশংসা করতেই হবে ওর দুর্দান্ত ইনিংসের জন্য। যদি আমরা পিছনে ফিরে তাকাই, তাহলে শেষ ১০ ওভারে ১১৩ রানটা অনেকটা। এই পিচে এত রান ওঠা উচিত ছিল না '।
আবেগের বশে কোনও সিদ্ধান্ত নিতে চাই না-
ইংরেজ অধিনায়ক হতাশ তাঁর দলের তারকা রুটের শতরান বিফলে যাওয়ায়। ইংরেজ অধিনায়ক বললেন, 'আজকে রুট একটা অসাধারণ ইনিংস খেলেছে। রান তাড়া করার ক্ষেত্রেও যেভাবে ও চাপের পরিস্থিতি মোকাবিলা করেছে, তা অনস্বীকার্য। ও বুঝিয়ে দিয়েছে, সব ধরণের ক্রিকেটেই ও সেরা। প্রথম ছয় ব্যাটারের মধ্যে একজন ব্যাটারকে ও চাইছিল, টিকে থেকে ম্যাচটাকে বের করার জন্য। আমি জানি, আমার পারফরমেন্সও ভালো হয়নি। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হওয়ার পর রান করতে না পারা, অত্যন্ত হতাশাজনক। তবে আমি এই মূহূর্তে আবেগপ্রবণ হয়ে কোন ওকথাই বলতে চাই না। তবে আমি আমি আমার কথা যেমন ভাবি, বাকিদের কথাও ভাবি। তাই সবরকমের সম্ভাবনার রাস্তাই খোলা রয়েছে '।