২০০৭ সালের ওডিআই বিশ্বকাপের ভারতের পারফরম্যান্সের কথা মনে আছে? বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং বারমুডার মতো দেশ গ্রুপে থাকা সত্ত্বেও নক আউটে যেতে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। মাত্র ১টি ম্যাচ জিততে পেরেছিল ভারত। ২০০৩ ওডিআই বিশ্বকাপে রানার্স আপ হওয়ার পর সবাই ভেবেছিল ২০০৭-এ ওয়েস্ট ইন্ডিজে ভালো পারফরম্যান্স উপহার দেবে ভারত, কিন্তু হয় ঠিক উল্টোটা। সেই সময় ভারতীয় দলের কোচ ছিলেন গ্রেগ চ্যাপেল। তাঁকে ঘিরে ভারতীয় ক্রিকেটে বিতর্কের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এনিয়ে মুখ খোলেন প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা। তিনি জানান, ২০০৭ বিশ্বকাপের সময় দলের অন্দরের পরিবেশ মোটেও ঠিক ছিল না। উথাপ্পা বলেন, ‘সেই সময় দলের অন্দরের পরিবেশ খুবই খারাপ ছিল।’
তিনি আরও বলেন, ‘একজন তরুণ ক্রিকেটার হওয়ায় গ্রেগ চ্যাপেল আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করতো। আমি সদ্য দলে সুযোগ পেয়েছিলাম। একজন ২০ বছরের তরুণের কাছে স্বপ্ন ছিল ভারতের হয়ে খেলা এবং ম্যাচ জেতা। আশা করেছিলাম ভারতের হয়ে একটা বিশ্বকাপ জিততে পারব। যখন আপনি ভারতীয় দলে সুযোগ পান তখন নিজেকে বস মনে হয়। আপনার আর কোনও কিছুর প্রয়োজন হয় না। আমি আমার দলকে নিজের সেরাটা দেব, এরকম মানসিকতা ছিল সেই সময়।’
রবিন উথাপ্পা সাক্ষাৎকারে বলেছেন যে চ্যাপেল ভারতীয় দলের কোচ হলেও তাঁর নিজস্ব কিছু এজেন্ডা ছিল এবং সেই পথেই দলকে চালিত করছিল। তিনি বলেন, ‘আমার মনে হয় ও নিজের এজেন্ডা অনুসরণ করছিল। সে একটা অস্ট্রেলিয়ান মানসিকতা নিয়ে দল চালানোর চেষ্টা করছিল। সে খালি বলত -আমরা অস্ট্রেলিয়ায় এই ভাবে করে থাকি। - আমার মনে হয় না ও কখনও ভারতীয় সংস্কৃতিকে সম্মান করতো বলে। সে এখানে অস্ট্রেলিয়ান সংস্কৃতি চাপানোর চেষ্টা করছিল। যেই কারণে দলের পরিবেশ খুব খারাপ হয়ে উঠেছিল।’
তিনি আরও বলেন, ‘গ্রেগ চ্যাপেলের সময়ই প্রথমবার স্ট্রেন্থ ট্রেনিংয়ের সূচনা করা হয়েছিল। অস্ট্রেলিয়ায় সেই সময় এটা প্রচলিত ছিল। গ্রেগ চ্যাপেল দেখল ভারতে এটা নেই। সে পরিবর্তন করার পথে হাঁটল। সেই সময় সে দলের সিনিয়র ক্রিকেটারদের থেকে বাধা পেয়েছিল। তারা চ্যাপেলের নীতি পছন্দ করছিল না। কোচের একটা খারাপ স্বভাব ছিল। যদি তার পরিকল্পনা মাফিক কিছু না হতো তখন সে দলের অন্দরের কথা বাইরে পাঁচকান করতো। এটা খেলোয়াড়দের জন্য ভালো ছিল না।’