ইচ্ছা মতো টাকা না পেয়ে IPL থেকে সরে দাঁড়ানো! ব্রুকের শাস্তিকে সমর্থন ক্লার্কের! বলছেন BCCI ঠিক করেছে…
2 মিনিটে পড়ুন Updated: 19 Mar 2025, 08:00 PM IST- BCCI। ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই সিদ্ধান্তের সাথে একমত মাইকেল ক্লার্ক। IPL 2025 মেগা নিলামে দিল্লি ক্যাপিটালস 6.25 কোটি টাকায় ব্রুককে কিনেছিল। গত সপ্তাহে ব্রুক জানিয়েছিলেন যে তিনি , যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অবশ্য এটা প্রথমবার নয়, নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি কেনার পর টানা দ্বিতীয় বছর ব্রুক IPL-এ খেলতে আসছেন না। গত মার্চে, IPL শুরুর কয়েকদিন আগে, ব্রুক দিল্লি ক্যাপিটালসকে জানিয়েছিলেন যে তার পরিবারে দুর্ঘটনার কারণে তিনি পরিবারের সঙ্গে থাকবেন, তিনি ভারতে ইংল্যান্ডের হয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজও মিস করেছিলেন।
ব্রুকের শাস্তিতে বিসিসিআইয়ের পাশে ক্লার্ক
তবে এবার হ্যারি ব্রুক অযথাই আইপিএল থেকে সরে দাঁড়ান কদিন আগেই। এই নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল মনে করেন, ব্রুকের বিরুদ্ধে BCCI-র এই কড়া অবস্থান মোটেই ভুল নয় এবং এটি ভবিষ্যতের জন্য একটা নজির স্থাপন করল। ক্লার্ক মনে করেন যে অনেক খেলোয়াড় IPL থেকে সরে যায়,কারণ তারা মনে করেন যে তাঁরা তাদের যোগ্য মতো মূল্য পায়নি, এবং সেখানেই সমস্যা।
মাইকেল ক্লার্ক এক পডকাস্টে বলেন, ‘হ্যারি ব্রুককে কত টাকায় কেনা হয়েছিল? অনেক খেলোয়াড় নিলামে যায়, তারা তাদের পছন্দ মতো অর্থ না পেলে তারপর তারা সরে যায়। এর ফলে দলগুলোর সমস্যা হয়। সেই জন্যই IPL বলেছে যে, যদি আপনি সরে যান, তাহলে আপনাকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হবে’।
ক্লার্ক আরও বলছেন, ‘সব খেলোয়াড়ই বেশি টাকা চায়, কিন্তু একবার আপনি নিলামে গেলে এবং আপনাকে কেনা হলে। যেই দামেই কেনা হোক না কেন, আপনাকে সেটা সম্মান করতে হবে এবং বুঝতে হবে যে আপনি শুধুমাত্র টাকার কারণে একটা প্রতিযোগিতা থেকে এভাবে সরে আসতে পারেননা’
'আপনাকে BCCI-কে সম্মান করতে হবে'
ব্রুক বলেছিলেন যে তিনি তার ব্যস্ত ইংল্যান্ড মরশুমের পর নিজেকে বিশ্রাম দিতে এবং নিজের শক্তি ফিরে পেতে চান। তাকে হচ্ছে। ক্লার্ক অবশ্য ব্রুকের পারফরমেন্স নিয়ে অত্যন্ত প্রশংসায় ভাসালেও বিসিসিআইকেও একজন খেলোয়াড়ের সম্মান করা উচিত বলে জানাচ্ছেন।
নিজের উদাহরণ দিলেন ক্লার্ক
ক্লার্কের কথায়, ‘ব্রুক একজন অসাধারণ খেলোয়াড় এবং আমার কোনো সন্দেহ নেই যে, যদি সে চায়, সে ভবিষ্যতে IPL-এ আবারও অংশ নেবে। কিন্তু প্রতিটি ক্রিকেটারকে বুঝতে হবে আইপিএল হোক বা ঘরোয়া প্রতিযোগিতা, একটা সম্মান রয়েছে। আমি ঠিক মনে নেই, আমিও কিন্তু একবার এভাবেই আইপিএল থেকে সরে গেছিলাম, পরিবারে দুর্ঘটনার কারণে। তাই যদি ব্যক্তিগত কারণ থাকে, আমি মনে করি IPL এটা বুঝবে এবং সম্মান করবে, কিন্তু যদি এটা স্রেফ পছন্দের টাকা না পাওয়ার জন্য হয়, তাহলে বিসিসিআই তো এই বিষয়ে কঠোর হবেই। আর আপনাকে সেটা সম্মানও করতে হবে।’