🌸 বছরের শেষের দিকে ফের একটি দুঃখের সংবাদ বাংলার ক্রীড়ামহলে। আবারও নক্ষত্র পতন। দুদিন আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা ফুটবলার প্রবীর মজুমদার। এবার সকলকে ছেড়ে চলে গেলেন আরেক লাল-হলুদ তারকা। তবে তিনি ফুটবলার নন, তিনি ক্রিকেট জগতের সঙ্গে যুক্ত। ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দীপঙ্কর সরকার। এদিন সকালে নিজের বাস ভবনে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে মর্মাহত হন গোট♐া বাংলা ক্রিকেট। শোক প্রকাশ করেছে ইস্টবেঙ্গল ক্রিকেট ক্লাবও। প্রাক্তন তারকার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়।
প্রাক্তন অধিনায়ক বলেন, 'দীপঙ্কর দা একজন দুর্দান্ত ক্রিকেটার ছিলেন। বিশেষ করে তাঁর লেগ স্পিন ছিল দেখার মতো। হঠাৎ করে ব্যাটারদের চমকে দিতেন জোরে অফ স্পিন করে। সেই সময়ে বেশকিছু তা💛বড় তাবড় ব🦩্যাটাররা ওঁনার বল খেলতে ভয় পেত। আসলে ওঁনার বল সামলাতে পারতো না সকলে।'
পাশাপাশি, সম্বরণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ইস্টবেঙ্গল তারকার প্রশংসা করে আরো জানিয়েছেন যে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন ওনার সঙ্গে ম্যাচ খেলতে পেরে। তিনি বলেন, 'আমার এখনো মনে আছে ভারতের স্কুল দলের হয়ে উনি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে খেলতে গিয়েছিলেন এবং নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছিলেন সকলকে। পরবর্তী জীবনে উনি কালীঘাটের হয়েও বেশকিছু ম্যাচ খেলেছিলেন এবং বল হাতে জিততেও ছিলেন। বাংলা ও রেলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছিলেন রঞ্জিতেও। তবে শুধু বোলিংয়ে নন, উনি ব্যাট হাতেও সেরা ছিলেন। অনেক সময় উনি প্রয়োজনীয় রান সহজেই তুলে দিতেন। উনি আমার চেয়ে অনেক সিনিয়র এবং সত্যি বলতে গেলে 🍸আমি নিজেকে ভাগ্যবান মনে করি ওনার সঙ্ﷺগে খেলার সুযোগ পেয়ে। এটা মেনে নেওয়া যাচ্ছে না যে উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তবে উনি যেখানেই থাকুক না কেন, আমি চাই ওনার আত্মা যেন শান্তি পায়।'
প্রসঙ্গত, সেই সময় দীপঙ্কর সরকার 'সারপ্রাইজ বোলার' বলে বেশি জনপ্রিয় ছিলেন। সুনীল গাভাসকর, অমরনাথ, মনসুর আলি খান পাতৌদিদের মতো একাধিক জনপ্রিয় ক্রিকেটারের কাছে তিনি ছিলেন একটি আতঙ্ক। জাতীয় দলে তিনি সুযোগ পাননি ঠিকই, তবে ঘরোয়া ক্রিকেটে হাবুডুবু খাইয়েছিলেনಞ একাধিক প্রভাবশালী ব্যাটারদের।