মঙ্গলবার ছিল আন্তর্জাতিক বার্গার দিবস, আর সেটা বিশেষ উপায়ে সেলিব্রেট করল সুইগি। এই দিনটিকে সেলিব্রেট কর📖তে গিয়ে ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলির শৈশবের একটি ছবি শেয়ার করেছে সুইগি। ছবিটি 𓄧দেখা যাচ্ছিল ছোট্ট বিরাট কোহলির সামনে একটি প্লেট ছিল এবং তাতে ভর্তি বার্গার ছিল। এবং সেকান থেকে বার্গার উপভোগ করছেন ছোট্ট বিরাট কোহলি। আসলে এই ছবিটি শেয়ার করেছিলেন বিরাট কোহলি। সেই আনন্দদায়ক থ্রোব্যাক ছবিটি এবার সুইগি শেয়ার করে বার্গার দিনটিকে সেলিব্রেট করল।
আরও পড়ুন… কমলা টুপি 🐬জিতে কোহলি বললেন পরের বছর ছন্দটা ধরে রাখব, বেগুনি টুপির মালিক IPL 2025-এর দিকে তাকিয়ে
২০১৬ সালে একটি বার্তা পোস্ট করেছিলেন বিরাট কোহলি-
Swiggy তাদের পোস্টে বিরাট কোহলির এই ছবি দিয়ে লিখেছেন, ‘শুভ বার্গার দিবস।’ ফুড ডেলিভারি অ্যাপটি বিরাট কোহলির নস্টালজিক ফটোটি আবাꦡর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। এই সময়ে কোহলির বয়স মাত্র আট বছর ছিল। ২০১৬ সালে এই ছবিটি পোস্ট করেছিলেন বিরাট কোহলি।
আরও পড়ুন… রোহিতরাই জিতবে T20 WC 2024! মিলবে কি মর্গ্যানের 💖ভবিষ্যদ্বাণী? কী বলছেন বিশেষজ্ঞরা
এই ছবিটিতে ছোট্ট কোহলিকে একটি বার্গার খেতে দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছিল সে সেই সময়টা তাঁর কাছে কতটা আনন্দের মুহূর্ত ছিল।🎃 ২০১৬ সালের জুনে, কোহলি তার অনুগামীদের সঙ্গে এই একই ছবি শেꦬয়ার করেছিলেন। এই ছবির মাধ্যমে বিরাট কোহলি তাঁর শৈশবের দিনগুলির কথা মনে করিয়ে দিয়েছিলেন। বিরাট কোহলি নিজের এই পোস্টে লিখেছিলেন, ‘এমন একটা সময়ে থ্রোব্যাক যখন আমি সব খেতাম। আশ্চর্যের কিছু নেই যে আমি একটি নিটোল ছেলেতে পরিণত হয়েছি। এর মধ্যে বার্গারও রয়েছে।’
আরও পড়ুন… অস্ট্রেলিয়া নয়, এবার থেকে ইতালির হয়ে𝔉 ক্রিকেট খেলবেন এই অজি ওপেনার!♉ কারণ জানলে অবাক হবেন
সুইগির তরফ থেকে বিরাট কোহলির সেই পোস্টটি শেয়ার করা হল
সুইগির বিরাট কোহলির এই পোস্ট ও ফটোটি পুনরায় শেয়ার করেছেন এবং অনেকের মুখে হাসি এনে দিয়েছে। এবং আন্তর্জাতিক বার্গার দিবস উদযাপনে একটি মজার মোড় যোগ করেছে। বিরাট কোহলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি নতুন রেকর্ড গড়েছেন, কারণ তিনি প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দুবার অরেঞ্জ ক্যাপ জিতেছেন। কোহলি🐻র দল যদিও আইপিএল ২০২৪-এর ফাইনালে উঠতে পারেনি তবু ১৫ ম্যাচে ৭৪১ রান করে মরশুমের টপ স্কোরার হয়েছেন বিরাট কোহলি।