বাংলা নিউজ > ক্রিকেট > পরের মরশুমে IPL-এ আর খেলো না… ধোনিকে বাস্তবটা চোখে আঙুল দিয়ে দেখালেন অজি প্রাক্তনী
মহেন্দ্র সিং ধোনির ব্যাটে একেবারেই মরচে ধরে গিয়েছে। ঝড় তুলে বোলারদের চোখে শর্ষেফুল দেখিয়ে ম্যাচ ফিনিশ করার সেই দক্ষতা আর নেই মাহির। একা দায়িত্ব কাঁধে তুলে নিয়ে চার-ছয় মেরে ম্যাচ জেতাতে আর পারছেন না তিনি। সত্যি ‘বুড়ো’ হয়ে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। যদিও উইকেটের পিছনে এখনও ক্ষিপ্র মাহি। কিন্তু আসল জায়গায় তিনি নিরাশ করছেন বারবার। আইপিএল থেকে তাঁর অবসর নিয়েও চলছে জোর জল্পনা। তবে ধোনি এখনও নিজের অবসর প্রসঙ্গে কিছু বলেননি বা ইঙ্গিতও দেননি।