পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয়ে চলতি মহিলা টি-২০ বি🅺শ্বকাপের সেমিফাইনালের পথ চওড়া করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার দুবাইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দেয় পাকিস্তানকে। তবে এই ম্যাচেই জোড়া ধাক্কা লাগে অজি শিবিরে। পাকিস্তান ম্যাচে চোট পেয়ে বসেন দুই অজি তারকা, যাঁদের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন অ্যালিসা হিলি।
ম্যাচের প্রথম ওভারেই ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়ে বসেন টাইলা ভ্লামিঙ্ক। ম্যাচ শ♏ুরুর পরে চারটি বল সবে মাত্র খেলা হয়েছে। বাউন্ডারি ꦇলাইনে স্লাইড করে চার বাঁচানোর চেষ্টায় কাঁধে চোট লাগে টাইলার। তাঁর বোলিং কাঁধের হাড় সরেছে বলে খবর। তিনি তৎক্ষণাৎ মাঠ ছাড়েন।
টাইলার হাঁটু মাটিতে আটকে যায়। ফলে কাঁಌধের উপর ভর দিয়ে আছড়ে পড়েন তিনি। ঘটনার🍷 পরেই কাঁধে হাত দিয়ে মাঠে পড়ে থাকতে দেখা যায় টাইলাকে। মাঠেই প্রাথমিক শুশ্রুষা চলে। তবে খেলার মতো পরিস্থিতিতে না থাকায় তুলে নেওয়া হয় অজি তারকাকে।
এই নিয়ে তিনবার টাইলার কাঁধের হাড় সরে। ২০১৭-১৮ মরশুমে ভিক্টোরিয়ার হয়ে খেলার সময় তাঁর বাঁ-কাঁধের হাড় সরে। প꧅রে গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে মহিলা অ্যা🍸শেজের সময়ে একই কাঁধের হাড় সরে টাইলার যা সারাতে অস্ত্রোপচারও করাতে হয় তাঁকে।
পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ক্যাপ্টেন হিলি। তিনিও ইনিংসের মাঝপথেই ক্রিজ ছেড়ে স🅘াজঘরে ফিরতে বাধ্য হন। তিনি ২৩ বলে ৩৭ রান করে🗹 অবসৃত হন। ক্রিজ ছাড়ার আগে হিলি ৫টি চার মারেন।
টানা তিনটি ম্যাচ জেতায় অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। তবে তাদের লিগের শেষ ম্যাচ খেলতে হবে 🌞ভারতের বিরুদ্ধে। শেষ চারের টিকিট নিশ্চিত না হওয়ায় টিম ইন্ডিয়🧔ার বিরুদ্ধে শেষ লিগ ম্যাচে কোনওভাবেই নিশ্চিন্তে মাঠে নামতে পারবে না অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচের ফলাফল
দুবাইয়ে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ♕পাকিস্তান। তারা ১৯.৫ ওভারে মাত্র ৮২ রানে অল-আ🔜উট হয়ে যায়। আলিয়া রিয়াজ ২৬, সিদরা আমিন ১২, ইরম জাভেদ ১২ ও নিদা দার ১০ রান করেন। অজিদের হয়ে অ্যাশলেই গার্ডনার ৪টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে ন🌃েমে অস্ট্রেলিয়া ১১ ওভারে ১ উইকেꩲটের বিনিময়ে ৮৩ রান তুলে ম্যাচ জিতে যায়। হিলির ৩৭ ছাড়া বেথ মুনি ১৫ ও এলিস পেরি ২২ রান করেন।