বিরাট কোহলি তাঁর ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দেওয়ার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পারছেন না। আর কোহলির এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন। তবে তিনি মনে করেন যে, কোহলির না থাকাটা ভারতের জন্য একটি বড় ‘ধাক্কা’ হবে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু'টি টেস্ট থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন কোহলি।ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুসারে, এবার কোহলি রাজকোট এবং রাঁচিতে তৃতীয় ও চতুর্থ টেস্ট ম্যাচও খেলতে পারবেন না। কোহলির ১৫ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে যা সাফল্য, তা নিয়ে উচ্ছ্বসিত নাসের হুসেন। তিনি মনে করেন, যে কোনও দলই ৩৫ বছর বয়সী এই ব্যাটারের উপস্থিতি মিস করবে।
আরও পড়ুন: হিংসায় জ্বলছে ওরা- পাক প্রাক্তনীর খোঁচা মারা মন্তব্যের জবাবে ধুইয়ে দিলেন শামি
স্কাই স্পোর্টসে এক সাক্ষাৎকারে হুসেন বলেছেন, ‘বিরাট কোহলি সর্বকালের সেরা ব্যাটারদের একজন এবং যে কোনও সিরিজে, যে কোন দলই কোহলি না থাকলে, তাঁকে মিস করবে। ও বহু সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। এখন ১৫ বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে এবং ও যদি খেলা থেকে কিছুটা দূরে থেকে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বিরতি নেয়, তবে আমরা বিরাট কোহলিকে শুভকামনাই জানাব। এতে কোনও ভুল নেই।’
আরও পড়ুন: রঞ্জি খেলছেন না, কোনও খবর নেই, তবে বরোদায় কিরণ মোরে অ্যাকাডেমিতে কী করছেন ইশান কিষাণ?
কোহলি যদি তৃতীয় এবং চতুর্থ টেস্ট মিস করেন, তাহলে ভারতকে অবশ্যই ব্যাটিং বিভাগে একটি বড় শূন্যতা পূরণ করতে হবে। কোহলির বদলি হিসেবে রজত পতিদারকে নামানো হয়েছিল, কিন্তু তিনি সেই সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজাও চোটের কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। নাসের বলেছেন, যদি রাহুল ফিট থাকে এবং তৃতীয় টেস্টে তিনি দলে ফিরতে সক্ষম হন, তবে এতে লাভবান হবে ভারত। কারণ রাহুল এমন একজন প্লেয়ার, যিনি ভারতের ব্যাটিংয়ের গভীরতা বাড়াতে পারবেন।
নাসের হুসেন তাই যোগ করেছেন, ‘কোহলি এবং ওর পরিবার এবং ওর ব্যক্তিগত জীবনকে প্রথমে গুরুত্ব দিতে হবে, তাই এটি ভারতের জন্য একটি ধাক্কা। কিন্তু আমরা যেমন দেখেছি, ওরা অনেক ভালো তরুণ ব্যাটার পেয়েছে। কিন্তু কেএল রাহুল গত কয়েক মাসে ভারতের হয়ে এবং সব ফরম্যাটে দুর্দান্ত খেলেছে। আমি মনে করি, ও যদি দলে ফিরে আসে, তবে ভারতের ব্যাটিংয়ে গভীরতা বাড়বে।’