শুভব্রত মুখার্জি:- চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের ফয়সালা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ইতিমধ্যেই ভারতীয় দল জিতে নিয়েছে। পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ খেলা হবে ধরমশালাতে। তার আগেই ভারতের পক্ষে ফল ৩-১। রাঁচিতে চতুর্থ টেস্ট জিতেই সিরিজ জয় নিশ্চিত করেছে রোহিত শর্মা বাহিনী।
ব্যাজবল জমানায় প্রথম টেস্ট সিরিজ হারতে হয়েছে বেন স্টোকসদের। সিরিজ হারের পরে স্বাভাবিকভাবেই হতাশ ইংল্যান্ড দল। আর এমন আবহেই রাঁচি টেস্টের পরে ইংল্যান্ডের পেসার ওলি রবিনসনকে একহাত নিয়েছেন দলের প্রাক্তন তারকা ক্রিকেটার মাইকেল আথারটন। রাঁচিতে রবিনসনের সাদামাটা পারফরম্যান্সের কারণেই তাঁকে ধুয়ে দিয়েছেন আথারটন।
ধরমশালা টেস্টের আগে এখনও বাকি রয়েছে বেশ কয়েকদিন। এই টেস্টের গুরুত্ব ভারতের কাছে তুলনামূলক কম হলেও ইংল্যান্ডের কাছে এটা মর্যাদার লড়াই। তাই এই টেস্টের আগে ইংল্যান্ডকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন মাইকেল আথারটন। ঘটনাচক্রে রাঁচি টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল মার্ক উডকে। তাঁর বদলে জেমস অ্যান্ডারসনের নতুন বলের সঙ্গী হিসেবে খেলেছিলেন ওলি রবিনসন। যাঁর বল হাতে পারফরম্যান্স অত্যন্ত খারাপ ছিল।
আরও পড়ুন:- 'ঘরোয়া ক্রিকেট তাহলে শেষ হয়ে যাবে', একমত না হলেও BCCI-এর কঠোর অবস্থানকে সমর্থন যুব বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের
প্রথম ইনিংসে তিনি মাত্র ১৩ ওভার বল করেন। তবে কোন উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে বেন স্টোকস রবিনসনকে একটি ওভারও বল দেননি। আর এরপরেই ৩০ বছর বয়সী পেসারকে কড়াভাবে আক্রমণ করেছেন মাইকেল আথারটন।
আরও পড়ুন:- PSL 2024: মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন সতীর্থই ব্যর্থ করলেন পোলার্ডের লড়াই, ঝড় তুলেও করাচিকে জেতাতে পারলেন না কায়রন
স্কাই স্পোর্টসকে আথারটন জানিয়েছেন, ‘ওলি রবিনসনকে নিয়ে এই টেস্টে আমি অত্যন্ত হতাশ হয়েছি। ওর পারফরম্যান্স আমাকে ভীষণভাবে হতাশ করেছে। ওর বলে এই টেস্টে যেন কোনও গতিই ছিল না। ও পেস বোলিং করছে বলে আমার মনেই হয়নি। ওর গতি খুব কম ছিল।’
আরও পড়ুন:- BCCI Central Contract: শুধু শ্রেয়স ও ইশানই নন, বোর্ডের চুক্তি থেকে বাদ পড়লেন পূজারা-সহ এই সাত তারকা
তিনি আরও বলেন, 'ব্যাট হাতে যদিও ওলি রবিনসন অর্ধশতরান করেছে। তবে ওর ফিল্ডিংও একেবারে ভালো হয়নি। রাঁচি টেস্টে ও ক্যাচ ফেলেছে। শেষ দিনে স্টোকস তো ওকে বল করতেই ডাকেনি। এর থেকে বোঝাই যাচ্ছিল অধিনায়কও রবিনসনের প্রতি আস্থা রাখতে পারেনি। বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে দেখে মনে হয়েছে যে ক্রিকেট থেকে ও সাতমাস দূরে ছিল। আবু ধাবিতে ও যত অনুশীলন করুক না কেন, নেটে যত বল করুক না কেন। ওকে দেখে মনে হয়েছে ম্যাচ খেলার অভাবে ভুগছে ও। আমার মতে ওকে অনেক বেশি ম্যাচ খেলতে হবে। সেটা ইংল্যান্ডের হয়েই খেলতে হবে আমি তা বলছি না। তবে যত বেশি খেলবে তত বেশি ও ছন্দে ফিরবে।'