বাংলা নিউজ > ক্রিকেট > India vs England 5th T20I Live- ৩ উইকেট শামির! ১৫০ রানে ম্যাচ জিতে ৪-১ সিরিজ জয় ভারতের! শতরানের পর জোড়া উইকেট অভিষেকের
India vs England 5th T20I Live- ৩ উইকেট শামির! ১৫০ রানে ম্যাচ জিতে ৪-১ সিরিজ জয় ভারতের! শতরানের পর জোড়া উইকেট অভিষেকের
5 মিনিটে পড়ুন Updated: 02 Feb 2025, 10:02 PM IST লেখক Moinak Mitra
India vs England 5th T20I Live- ওয়াংখেড়েতে ১৫০ রানে জিতল ভারত। তিন উইকেট নিলেন শামি। শতরানের পর জোড়া উইকেট নিলেন অভিষেক শর্মা। ভারতের দেওয়া ২৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১ ওভারের আগেই ৯৭ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড
ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচে সেলিব্রেশন। ছবি- বিসিসিআই এক্স
India vs England 5th T20I Live- ওয়াংখেড়েতে ১৫০ রানে জিতল ভারত। তিন উইকেট নিলেন শামি। শতরানের পর জোড়া উইকেট নিলেন অভিষেক শর্মা। ভারতের দেওয়া ২৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১ ওভারের আগেই ৯৭ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড
02 Feb 2025, 10:02 PM IST
আজকের মতো লাইভ ব্লগ এখানেই শেষ
আজকের মতো লাইভ ব্লগ এখানেই শেষ, চোখ রাখুন HT বাংলার পেজে।
02 Feb 2025, 10:01 PM IST
সিরিজ ৪-১ জয় ভারতের
ইডেন গার্ডেন্সে প্রথম টি২০তে জয় দিয়ে অভিযান শুরুর পর চেন্নাইতেও জিতেছিল ভারত। এরপর রাজকোটে হারলেও পুণেতে সিরিজ পকেটে পুড়েছিল ভারত। মুম্বইতে সেই জয়ের ধারা অব্যাহত রাখল সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া।
02 Feb 2025, 09:57 PM IST
ম্যাচ জিতল ভারত, ইংল্যান্ড শেষ ৯৭ রানে
ওয়াংখেড়েতে ১৫০ রানে জিতল ভারত। তিন উইকেট নিলেন শামি। শতরানের পর জোড়া উইকেট নিলেন অভিষেক শর্মা। আদিল রশিদ এবং মার্ক উডকে আউট করলেন শামি
02 Feb 2025, 09:48 PM IST
এবার ১ ওভারে ২ উইকেট নিলেন অভিষেক শর্মা
ব্যাট হাতে শতরানের পর এক ওভারে জোড়া উইকেট নিলেন অভিষেক শর্মা। জেমি ওভার্টনকে ফেরালেন ১ রানে, কার্সকে আউট করলেন ৩ রানে। জ্যাকব বেথেলকে ফেরালেন দুবে। ১০ ওভার শেষে ইংল্যান্ড ৯৬-৮
02 Feb 2025, 09:38 PM IST
৮ ওভারে ইংল্যান্ড ৮৭-৫
শিবম দুবের বলে আউট ফিল সল্ট। ২৩ বলে ৫৫ রান করে আউট সল্ট, পঞ্চম উইকেট হারাল ইংল্যান্ড
02 Feb 2025, 09:30 PM IST
পাওয়ারপ্লে শেষে ইংল্যান্ড ৬৮-৩, সপ্তম ওভােরর শুরুতেই আউট লিভিংস্টোন
সপ্তম ওভােরর শুরুতেই আউট লিভিংস্টোন। বরুণ চক্রবর্তী ফেরালেন লিভিংস্টোনকে। এর আগে রবি বিষ্ণোই আউট করেন হ্যারি ব্রুককে
02 Feb 2025, 09:22 PM IST
আউট জোস বাটলার
পঞ্চম ওভারের শুরুতেই আউট বাটলার, ৭ রানের মাথায় তিলক বর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সাজঘরে! বল করতে এসেই প্রথম বলে উইকেট নিলেন বরুণ চক্রবর্তী
02 Feb 2025, 09:18 PM IST
৪ ওভারে ইংল্যান্ড ১ উইকেটে ৪৮
ইংল্যান্ডের ব্যাটাররাও দ্রুত গতিতে রান তুলছে পাওয়ারপ্লেতে। ৪ ওভারে ৪৮ রান ইংল্যান্ডের। ফিল সল্ট করেছেন ১৭ বলে ৩৯ রান। ৭ রানে অপরাজিত রয়েছেন বাটলার
মহম্মদ শামিকে প্রথম তিন বলেই বাউন্ডারি মারলেন ফিল সল্ট
02 Feb 2025, 08:47 PM IST
ভারত ২০ ওভারে ২৪৭-৯
ইংল্যান্ডের সামনে ২৪৮ রানের টার্গেট রাখল ভারত। অভিষেক শর্মার শতরান ছাড়া শিবম দুবে এবং তিলক বর্মা রান পেলেন। বাকি সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসন আবারও ব্যর্থ হলেন। শেষদিকে বাকি ব্যাটাররা সাপোর্ট দিতে না পারায় ২৫০র গণ্ডি টপকালো না ভারতের
02 Feb 2025, 08:36 PM IST
আউট অভিষেক শর্মা
৫৪ বলে ১৩৫ রানে আউট অভিষেক শর্মা। আদিল রশিদের বোলিংয়ে জোফ্রা আর্চারের হাতে ক্যাচ আউট অভিষেক। মারলেন ১৩টা ছয়, ৭টা চার
02 Feb 2025, 08:33 PM IST
টি২০তে গিলকে টপকে গেলেন অভিষেক শর্মা
T২০তে এক ইনিংসে সর্বোচ্চ ১২৬ রান ছিল শুভমন গিলের, অভিষেক শর্মা ১২৮ রান তুলে ফেলেছেন ইতিমধ্যে! এই ফরম্যাটে এক ইনিংসে সর্বোচ্চ রান এখন অভিষেকের
02 Feb 2025, 08:30 PM IST
T20তে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় অভিষেকের-
টি২০তে রোহিত শর্মাকে এক ইনিংসে ছয় মারার নিরিখে টপকে গেলেন অভিষেক শর্মা। রোহিত শর্মা মেরেছিলেন ১০টি ছয় এক ইনিংসে, এবার অভিষেক শর্মা মারলেন ১১টি ছয়। ১৭ ওভারে ভারতের স্কোর ৬ উইকেটে ২১৯
02 Feb 2025, 08:25 PM IST
১৬তম ওভারে ২০০র গণ্ডি টপকালো ভারত!
আউট রিঙ্কু সিং। জোফ্রা আর্চারের বলে LBW আউট নাইট তারকা, ভারত ২০২-৬, ৯ রানে সাজঘরে রিঙ্কু
02 Feb 2025, 08:20 PM IST
১৫ ওভারে ভারত ১৯৪-৫
মার্ক উডের বলে আউট হার্দিক। বড় শট খেলতে গিয়ে সরাসরি ডিপ স্কোয়ার লেগের হাতে তুলে দিলেন ক্যাচ। মার্ক উডের বলে আউট হার্দিক, উইকেটে এসেছেন রিঙ্কু সিং
02 Feb 2025, 08:11 PM IST
আউট শিবম দুবে
ফের শর্ট বলে উইকেট নিলেন ব্রাইডন কার্স, এবার শিবম দুবে আউট হলেন। তিন উইকেট নেওয়া হয়ে গেল কার্সের
02 Feb 2025, 08:08 PM IST
১৩ ওভারে ভারত ১৭৮-৩
১৩তম ওভারে এল ১৭ রান। একটি চার এবং একটি ছয় মারলেন শিবম দুবে। অভিষেক শর্মা মারলেন ১ চার
02 Feb 2025, 08:06 PM IST
ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম শতরান অভিষেকের
ভারতের হয়ে টি২০তে দ্বিতীয় দ্রুততম শতরান অভিষেক শর্মার, এর আগে রোহিত শর্মা ৩৫ বলে শতরান করেছিলেন। ৩৭ বলে শতরান করলেন অভিষেক
02 Feb 2025, 07:55 PM IST
আউট সূর্যকুমার যাদব
মিস টাইমিংয়ের জের, আউট হলেন সূর্যকুমার যাদব। ব্রাইডন কার্সের বলে আউট হলেন সূর্য, করলেন মাত্র ২। ক্যাচ নিলেন সল্ট! ১১ ওভারে ভারত ১৪৮-৩
02 Feb 2025, 07:53 PM IST
শতরান করলেন অভিষেক শর্মা
৩৭ বলে শতরান করলেন অভিষেক শর্মা, এখনও পর্যন্ত মেরেছেন ৫টি চার এবং ১০টি ছয়। টি২০তে এটি দ্বিতীয় দ্রুততম শতরান, দুটি পূর্ণ ক্রিকেট খেলিয়ে দেশের মধ্য
02 Feb 2025, 07:44 PM IST
৯ম ওভারে দ্বিতীয় উইকেটের পতন
আউট হলেন তিলক বর্মা। শর্ট বল খেলতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন তিলক, উইকেট নিলেন ব্রাইডন কার্স। ১৫ বলে ২৪ রান করে আউট হলেন
02 Feb 2025, 07:42 PM IST
শতরানের কাছাকাছি অভিষেক শর্মা
৮ ওভারে ভারতের স্কোর ১২৭, ৮৬ রানে খেলছেন অভিষেক শর্মা
02 Feb 2025, 07:33 PM IST
পাওয়ারপ্লেতে ভারতের সেরা স্কোর
T20Iতে ভারতের সেরা পাওয়ারপ্লে স্কোরের রেকর্ড তৈরি হল এই ম্যাচে! ৬ ওভারে উঠল ১ উইকেটে ৯৫ রান
সঞ্জু স্যামসন আউট হলেও ব্যাট হাতে দুরন্ত অভিষেক শর্মা। জোফ্রা আর্চারের ওভারে দুটি ছয় এবং একটি চার মারার পর মার্ক উডের ওভারে দুটি চার এবং ১টি ছয় মারেলন অভিষেক, ভারত চার ওভার শেষে ১ উইকেটে ৫৫
02 Feb 2025, 07:12 PM IST
আউট সঞ্জু স্যামন
সঞ্জু স্যামসন প্রথম ওভারে আর্চারের বলে আরও একটি ছয় এবং চার মারেন। ১ম ওভারে ওঠে ১৬ রান। মার্ক উডের বলে এরপর আউট সঞ্জু, করলেন ১৬। ২১ রানে ভারতের প্রথম উইকেটের পতন
02 Feb 2025, 07:02 PM IST
আর্চারকে প্রথম ওভারের প্রথম বলেই ছয় মারেলন সঞ্জু
প্রথম ওভারের প্রথম বলেই সঞ্জু স্যামসন ছয় মারলেন আর্চারকে, এরপরই আঙুলে চোট পেলেন স্যামসন
02 Feb 2025, 06:55 PM IST
হর্ষিত রানার প্রসঙ্গ টেনে খোঁচা বাটলারের
ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার টস জিতে দল ঘোষণার সময় বলেন, ‘দলে একটি পরিবর্তন হয়েছে, মার্ক উড দলে এসেছে। আর আমাদের চারজন ইমপ্যাক্ট সাব হল রেহান আমহেদ, সাকিব মাহমুদ, জেমি স্মিথ এবং গাস আটকিনসন ’।
02 Feb 2025, 06:46 PM IST
টস-র সময় সূর্যকুমার যাদব বলছেন-
‘আমরাও ব্যাট করতে চাইছিলাম প্রথমে, উইকেটটা ভালো। এখানে খুব বেশি শিশির পড়বে বলে মনে হয় না। ফুল প্যাকড স্টেডিয়ামে ম্যাচ হবে। আমাদের ছেলেরা দায়িত্ব নিয়ে খেলুক সেটাই চাইব। কখনও কখনও ক্রিকেটারদের ব্যর্থ হতেই হবে, কারণ হাই রিস্ক খেলা এই টি২০। দলে আর্শদীপের পরিবর্তে শামি এসছে ’।
02 Feb 2025, 06:38 PM IST
ইংল্যান্ডের প্রথম একাদশে নেই সাকিব মাহমুদ ইংল্যান্ডের প্রথম একাদশ- ফিল সল্ট, বেন ডাকেট, জোস বাটলার, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জেমি ওভারটন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল ইংল্যান্ড, প্রথমে ব্যাট করবে ভারত
02 Feb 2025, 06:25 PM IST
ওয়াংখেড়েতে শেষ তিন ম্যাচে জিতেছে ভারত
ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ তিন টি২০ ম্যাচেই জিতেছে ভারতীয় দল। টস অবশ্য এখানে খুব বড় ফ্যাক্টর হয়নি। গত বছর আইপিএলে ছটি রাতের ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে প্রথমে ব্যাট করা দল, বাকি তিনটি ম্যাচ জিতেছে টার্গেট চেজ করতে নামা দল
02 Feb 2025, 06:14 PM IST
অধিনায়ক সূর্যর হোমকামিং-
অধিনায়ক হিসেবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফিরতে চলেছেন সূর্যকুমার যাদব। নিজের ঘরের মাঠে তিনি প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করতে চলেছেন
02 Feb 2025, 06:12 PM IST
ভারত ২০১৯র পর ঘরের মাঠে টি২০ সিরিজে অপরাজিত রয়েছে
ঘরের মাঠে টি২০ সিরিজে ২০১৯ সালে অস্ট্রেলিয়ার কাছে শেষবার হেরে যায় ভারত, এরপর থেকে তাঁরা এই ফরম্যাটে দেশের মাটিতে সিরিজে অপরাজিত রয়েছে। এই ম্যাচে শিবম দুবের পরিবর্তে খেলানো হতে পারে রমনদীপ সিংকে
02 Feb 2025, 06:10 PM IST
ইংল্যান্ডের আপডেট-
এখনও ইংল্যান্ডের রেহান আহমেদ এই সিরিজে একটি ম্যাচও খেলেনি। বাকি টি২০ সিরিজের অধিকাংশ সদস্যই রয়েছেন আগামী ওডিআই সিরিজে। একমাত্র জো রুট ওডিআই দলে যোগ দেবেন। এই ম্যাচ জিতে তাই মোমেন্টাম পেতে চাইবে ইংল্যান্ড
02 Feb 2025, 06:00 PM IST
India vs England 5th T20I Live- লাইভ ব্লগে আপনাদের স্বাগত
ওয়াংখেড়েতে আজ নিয়মরক্ষার ম্যাচ! ইতিমধ্যেই সিরিজে ৩-১ এগিয়ে গিয়েছে ভারত। ফলে শেষ ম্যাচের আগেই সিরিজ পকেটে পুড়েছে সূর্যকুমার যাদবের দল। এই ম্যাচ তাই ভারতের কাছে নিয়মরক্ষার। সঙ্গে সূর্য, সঞ্জুদের কাছে ফর্মে ফেরার ম্যাচ।