শুভব্রত মুখার্জি:- হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন শেষে দুরন্ত কামব্যাক করেছে ইংল্যান্ড দল। প্রথম ইনিংসে ভারতীয় দল ১৯০ রানের লিড নিয়েছিল। সেই লিডকে পেরিয়ে গিয়েছে বেন স্টোকসরা। দুরন্ত শতরান করেছেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটার ওলি🌸 পোপ। একটা সময়ে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ছিল পাঁচ উইকেটে ১৬৩ রান। সেখান থেকে কিপার ব্যাটার বেন ফোকসকে সঙ্গী করে꧃ দলকে ম্যাচে ফিরিয়েছেন ওলি পোপ। গড়েন ১১২ রানের পার্টনারশিপ। আর এই পার্টনারশিপ দিন শেষে ভারতীয় দল ভাঙতে সমর্থ হলেও এই জুটির ফলে ভারতীয় বোলাররা যে চাপে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে দিন শেষে ভারতীয় বোলিং কোচ পরশ মামব্রে দাবি আলাদা করে কোনও টার্গেট রেখে দলকে, দলের বোলারদের উপর আলাদা চাপ তৈরি করতে চাইছেন না।
দিনের খ🌊েলা শেষে পরশ মামব্রে জানিয়েছেন, 'আমরা কোনও নির্দিষ্ট টার্গেট মাথায় রেখে এগোচ্ছি না (রান তাড়ার ক্ষেত্রে)। আমাদের উদ্দেশ্য হল কাল ফের মাঠে নেমে তাড়াতাড়ি উইকꦑেট নেওয়া। যাতে যত কম সংখ্যক রানে ইংল্যান্ড দলকে আটকে রাখা যায়। আমরা আমাদের উপর আলাদা কোন চাপ তৈরি করতে চাইছি না। আলাদা করে কোনও টার্গেট সেট করতে চাইছি না। আমাদের লক্ষ্য সঠিক লাইন এবং লেন্থে বোলিং করা। পিচ থেকে যতটা সম্ভব স্পিন বের করতে আনতে পারি সেটা ও লক্ষ্য থাকবে। উইকেট থেকে যতটা পারা যায় বাউন্স পাওয়া ও লক্ষ্য থাকবে বোলারদের। '
তিনি আরো যোগ করেন, 'আপনারা যদি ম্যাচের দিকে তাকান, গতꦺ কয়েকদিনের দিকে তাকান এবং দেখেন প্রথম সেশনটা কেমন গেছে তাহলে দেখবেন এই সেশনে বেশ কিছু উইকেটের পতন ঘটেছে। এই সময়ে ও বল বেশ ঘুরেছে পিচে। এরপর ধীরে ধীরে সেই স্পিন অনেকটাই যেন কমে এসেছে। আমি মনে করছি সেই কারণেই পিচ অনেকটা ভালো হয়ে গিয়েছে। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করাটাও অনেক বেশি সহজ হয়েছে। আমি মনে করি কাল পিচ আরো ব্যাটিং সহায়ক হবে। কাল পিচ অনেকটাই স্লো হবে বলে আমি মনে করি। পিচে টার্ন থাকবে। তবে সাধারণভাবে যে স্পিন আমরা দেখতে অভ্যস্ত তা হয়ত দেখতে পাব না। কারণ ম্যাচ যত এগোয় ভারতীয় উপমহাদেশে পিচে বল তত বেশি টার্ন করে।তবে এখানে তা এখানে দেখা যাচ্ছে না। বল টার্ন করছে তবে চ্♑যালেঞ্জিং নয় বিষয়টা।'
তাঁর মতে, 'আমরা সিরিজের আগেই জানতাম ব্যাজবল স্ট্র্যাটেজিতে ইংল্যান্ড খেলবেই আমাদের বিরুদ্ধে। আমরা আশাই করেছিলাম ওঁরা আ🤡মাদের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলা খেলবে। ওদেরকে কৃতিত্ব দিতেই হবে দ্বিতীয় ইনিংসে ও স্পিনের বিরুদ্ধে ওঁরা ওদের শট খেলা চালিয়ে গিয়েছে। ম্যাচে পিছিয়ে পড়েও ওঁরা ওদের𓆏 ব্যাজবল স্ট্র্যাটেজিতে খেলা চালিয়ে গিয়েছে।'