দুবাইয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যখন ব্যস্ত, তখন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অন্য লক্ষ্যে নেমে পড়লেন। ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসন্ন। আর তারই প্রস্তুতিতে নেমে পড়লেন মাহি। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) কিংবদন্তি ক্রিকেটার ধোনির অবসর নিয়ে তীব্র জল্পনা রয়েছে। তবে এই বিষয়টি নিয়েও মাহি নির্বিকার। তিনি ইতিমধ্যে সিএসকে শিবিরে যোগ দিয়ে🅺ছেন এবং অনুশীলনেও নেমে পড়েছেন। চেন্নাইয়ে সিএসকে-এর ১০দিনের প্রাক-মরশুম শিবিরে অংশ নিয়েছেন দলের প্রাক্তন অধিনায়ক।
আরও পড়ুন: চেনা ছন্দে নেটে অনুশীলন শুরু, কবে ২২ গজে ফিরতে চল꧙েছেন বুমরাহ? মিলল ইঙ্গিত
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দলের প্রি-সিজন ক্যাম্পের প্রথম দিনের অনুশীলনেই নেটে তিনি যে ভাবে বড় শট খেলছিলেন ধোনি, তাতে আসন্ন আইপিএল মরশুমে আশার আলো দেখতেই পারেন সিএসকে সমর্থকেরা। চেন্নাই সুপার কিংসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে, তাতে ধোনিকে বড় শট মারতে দেখা গ🐠িয়েছে। ব্যাটিℱং অনুশীলনের সময়ে স্পিনারদের বিরুদ্ধে ৪৩ বছর বয়সী তারকা লম্বা শট খেলে মাঠের বাইরে বল পাঠিয়ে দেন। প্রথমে কয়েকটি বল তিনি ডিফেন্ড করলেও, তার পর ছক্কা হাঁকাতে শুরু করেন ধোনি। একটা নয়, একাধিক লম্বা লম্বা ছক্কা মারতে দেখা যায় মাহিকে।
ব্যাটিং কোচ শ্রীধরণ শ্রীর🔯ামের তত্ত্বাবধানেই অনুশীলন চলছে চেন্নাইয়ের দলের। আসলে প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং এখনও অনুশীলনে যোগ দেননি। ধোনির সঙ্গে দেখা গিয়েছে রবিচন্দ্রন অশ্বিনকেও। ভারতের তারকা স্পিনারকে চেন্নাই কিনেছে ৯ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে। রুতুরাজ গায়কোয়াড়ও যোগ দিয়েছেন। ধোনিকে আবার খলিল আহমেদের সঙ্গেও কথা বলতে দেখা যায়। চেন্নাই দলে রয়েছেন তিনিও। সেই সঙ্গে এ বারের নিলামে রাহুল ত্রিপাঠিকেও কিনেছে চেন্নাই। তিনিও অনুশীলনে যোগ দিয়েছেন। প্রসঙ্গত, গত নভেম্বরে মেগা-নিলামের আগে ধোনিরকে আনক্যাপড প্লেয়ার হিসাবে ৪ কোটি টাকা দিয়ে ধরে রাখে সিএসকে।
এই মাসের শুরুর দিকে একটি ইভেন্টে গিয়ে ধোনি বলেছিলেন যে, ক্রিকেট এখনও তাঁর জীবনের♔ একটি অংশ এবং তিনি এটিকে উ𒆙পভোগ করতে চান, যেমন তিনি ছেলেবেলায় উপভোগ করতেন।
আরও পড়ুন: আফ𒊎গানিস্তান-ইংল্যান্ড ম্যাচেও মাঠে ঢুকে পড়লেন দর্শক, পাকিস্তানের নিরাপত্তা প্রশ্নের মুখে, চাপে PCB
ধোনি বলেছেন, ‘আমি ক্রিকেট খেলাটা উপভোগ করতে চাই, ছোটবেলায় আমি যে ভাবে স্কুলে খেলতাম। আমি যখন একটি কলোনিতে থাকতাম, তখন বিকেল চারটে (বিকাল) খেলার সময় ছিল। আর আমরা প্রায় সময়েই মাঠে গিয়ে ক্রিকেট খেলতাম। কিন্তু আবহাওয়া ঠিকঠার না থাকলে, আমরা ফুটবল খেলতাম। আমি একই রকম সারল্য নিয়ে খেলাটা উপভোগ করতে চাই... কিন্তু এটা করার চেয়ে, বলা সহজ।ꦆ’