সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও খুব দ্রুতই দুটি উইকেট হারায়। বিরাট কোহলি যখন চতুর্থ স্থানে ব্যাট করতে আসেন তখন একটা সময়ে সকলের চাপটা বেড়ে গিয়েছিল।
এর কারণ হল প্রথম বলেই তার বিরুদ্ধে ক্যাচের আবেদন করা হয়। এই ক্যাচটি বিতর্কিত ছিল। শেষ পর্যন্ত রক্ষা পেয়েছিলেন বিরাট কোহলি। তবে এটি নিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… ‘ফের ক্ষুধার্ত ঘুমাবেন নানা পাটেকর’ কোহলি আউট হতেই ট্রোল হলেন বলিউড তারকা! এর পিছনের গল্পটা কী?
কীভাবে এবং কেন বিবাদ হয়েছে
ভারতীয় ইনিংসের আট নম্বর ওভারে এই ঘটনাটি ঘটেছিল। যখন স্কট বোল্যান্ড বল করছিলেন তখন বিরাট কোহলি একটি ভুল করে বসেন। আসলে ওভারের চতুর্থ বলে তিনি যশস্বী জসওয়ালের উইকেট নেন, পরের বলেই বল বিরাট কোহলি ব্যাট করতে নামেন। সেই সময়ে কোহলির ব্যাটের কানায় লেগে বলটি স্লিপে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথের কাছে চলে যায়। বলটি খুব নীচু ছিল, তাই ভারসাম্য হারানোর কারণে স্মিথ তার হাত দিয়ে বলটি উপরে তুলে দেওয়ার চেষ্টা করেন। এবং পরে অজি ফিল্ডার বলটি ধরে ক্যাচের আবেদন করতে থাকেন। এই সময়ে অস্ট্রেলিয়া দল কোহলির বিরাট উইকেট পাওয়ার সেলিব্রেশন শুরু করে দিয়েছিল। তবে এটে সন্তুষ্ট হননি গ্রাউন্ড আম্পায়ার।
আরও পড়ুন… BGT 2024-25-তে এখনও ৮৬০টা বল করেছেন বুমরাহ! এর আগে কি কখন জসপ্রীত এত চাপ নিয়েছেন
গ্রাউন্ড আম্পায়ার টিভি পর্যালোচনার ইঙ্গিত দেন, যেখানে রিপ্লেতে দেখা যায় যে বলটি প্রথমে স্টিভ স্মিথের হাতে যাওয়ার আগে মাটি টাচ করেছিল। স্মিথের হাতে বলটি যাওয়ার সময়ে বলের হালকা অংশ ঘাস স্পর্শ করেছিল। এর ভিত্তিতে তৃতীয় আম্পায়ার কোহলিকে নটআউট ঘোষণা করেন। অন্যদিকে স্মিথকে মাথা নাড়তে দেখা যায়। তবে এরপরে যেটা ভাইরাল হল সেটি হল সাজঘরে রোহিত শর্মার প্রতিক্রিয়া।
আরও পড়ুন… ভিডিয়ো: বুমরাহর সঙ্গে কনস্টাসের ঝামেলার আসল কারণটা কী? কী বললেন পন্ত? অজি শিবিরের কী বক্তব্য?
ভাইরাল হয়ে গেল রোহিত শর্মার প্রতিক্রিয়া
স্কট বোল্যান্ড অফ-স্টাম্পের লাইনে একটি শর্ট বল করেছিলেন, যা কোহলি বুকের উচ্চতায় খেলার চেষ্টা করেছিলেন। এই চেষ্টার সময় গেট স্লিপের দিকে যেতেই ড্রেসিংরুমে বসা রোহিত শর্মা চেয়ার থেকে উঠে দাঁড়ান। দল ও বিরাট কোহলিকে নিয়ে রোহিত শর্মার চিন্তা ও উদ্বেগ পর্দায় ধরা পড়ে যায়। এর জন্য রোহিতের অনেক প্রশংসা করা হচ্ছে। ভক্তেরা সোশ্যাল মিডিয়ায় হিটম্যানের প্রশংসা করছেন এবং বলছেন একজন ভালো অধিনায়ক তিনিই যিনি ড্রেসিংরুমে বসেও দলের স্বার্থের কথা চিন্তা করেন।