প্রত্যাশা মতোই দীর্ঘ ৩ মাস পরে চোট সারিয়ে মাঠে ফিরলেন জসপ্রীত বুমরাহ। বর্ডার-গাভাসকর ট্রফিতে চোট পাওয়ার পরে ৯৩ দিন মাঠের বাইরে ছিলেন জসপ্রীত। মুম্বই ইন্ডিয়ান্স শিবির যোগ দেওয়ার পরের দিনেই মাঠে নেমে পড়ছেন তিনি। সোমবার আরসিবির বিরুদ্ধে টসের পরেই মুম্বই দলনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়ে দেন যে, বুমরাহ শক▨্তি বাড়াচ্ছেন তাঁদের।
পুরোপুরি ফিট ছিলেন না বলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গত ম্যাচে মাঠে নামতে পারেননি রোহিত শর্মা। তিনিও মাঠে ফিরছেন আরসিবির ব𓆉িরুদ্ধে। অর্থাৎ, ক্রিকেটপ্রেমীদের ওয়াংখেড়েতে রোহিত বনাম কোহলির দ✱্বৈরথ দেখার অপেক্ষা শেষ হচ্ছে।
যদিও রোহিত শর্মাকে প্রথম একাদশে রাখেনি মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই দলনায়ক হার্🌸দিক পান্ডিয়া টস জিতে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান আরসিবিকে। স🔯ুতরাং, ওয়াংখেড়েতে রান তাড়া করাই শ্রেয় মনে হয় মুম্বই শিবিরের। সেই কারণেই রোহিতকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করার পথে হাঁটেন হার্দিকরা। অর্থাৎ, রোহিত শুরুতে ফিল্ডিং করবেন না। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবেন।
আরও পড়ুন:- KKR vs LSG, IPL 20ꦏ25: তিন ম্যাচে মোটে ৫১ রান, লখনউয়ের বিরুদ্ধে ওপেন থেকে কি ছাঁটাই নারিন? বড় আপডেট নাইটদের সহকারী কোচের
রোহিত শর্ম𒀰া চলতি আইপিএলে পরিচিত ছন্দের ধারেকাছেও নেই। তিনি চিপকে সিএসকের বিরুদ্ধে প্রথম ম্যাচে খাতা খুলতে পারেননি। আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাত্র ৮ রান করে 🌱সাজঘরে ফেরেন হিটম্যান। ওয়াংখেড়েতে কেকেআরের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ১৩ রান করে আউট হন রোহিত।
আরসিবি অবশ্য তাদের গত ম্যাচের অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়﷽। তারা অহেতুক কম্বিনেশনে রদবদলের ঝুঁকি নেয়নি। আরসিবি ইমপ্♑যাক্ট প্লেয়ারদের তালিকায় রাখে সুয়াশ শর্মা, রসিখ দার, স্বস্তিক চিকারা, জেকব বেথেল ও স্বপ্নিল সিংকে। যদিও পরিস্থিতি অনুযায়ী সুয়াস অথবা রসিখের মধ্যে কোনও একজনকে দ্বিতীয় ইনিংসে মাঠে নামাতে পারে বেঙ্গালুরু।
আরও পড়ুন:- IPL থেকে নির্বাসিত ক্রিকেটারকে 🦩জাতীয় দলের ক্যাপ্টেন করল ইংল্যান্ড, বাটলারের জায়গা নেওয়া তার🐻কার শতরান রয়েছে ইডেনে
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ
রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইল জ্যাকস, তিলক বর্মা, সূর্যকুমার যাদ𝔉ব, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রে💫ন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, বিগনেশ পুতুর।
মুম্বই ইন্ডিয়ান্সের ইমপ্যাক্ট প্লেয়ার
রোহিত শর্🐎মা, অশ্বিনী কুমার, করবিন বশ, রাজ বাওয়া, রবিন মিঞ্জ।
আরও পড়ুন:- 🎐IPL 2025: ট্র্যাভিসদের মারমুখী মেজাজ বুমেরাং হতেই রাগে লাল কাব্য মারান, বিরক্তি প্রকাশ SRH মালকিনের- ভিডিয়ো