বিরাট কোহলির স্লো সেঞ্চুরি নিয়ে এখনও সমালোচনার ঝড় বয়ে চলেছে। আর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পর কোহলির সেঞ্চুরির পর দিনই অর্থাৎ রবিবার রোহিত শর্মা ২৭ বলে ৪৯ করে সাজঘরে ফিরে যান। তার পরেই শুরু হয়েছে অন্য গল্প। রোহিতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে ক্রিকেট মহল থেকে নেটপাড়া। প্রত্যেকেরই দাবি একটাই, রোহিত꧙ কখনও-ই ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলেন না। খেলেন শুধু দলের জন্য।
আরও পড়ুন: ২০০+ হতে পারত- স্লো সেঞ্চুরির জন্য বিপক্ষ দল রাজস্থানও ব🌜াজে ভাব🙈ে ট্রোল করল কোহলিকে
রোহিতের আউট হওয়ার পর, ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা ধারাভাষ্য দেওয়ার সময় বলছিলেন, ‘আমরা টি-টোয়েন্টিতে শুধু হাফসেঞ্চুরির কথা বলি। কিন্তু আইপিএলে গত কয়েক বছরে রোহিত শর্মা যে কত ৪০+ রান করেছেন, তার হিসেব নেই। ২০ বলের সেই ৪০ রানের ইনিংগুলি সব ম্যাচ জেতানো।🐠’
আরও পড়ুন: ও পুরো ফিট, তবে… T20 WC-এর দলে পন্তের সুযোগ পাওয়া নি🍰য়ে সতর্ক প্রতিক্রিয়া সৌরভের
জাদেজার এই কথাগুলির মধ্যে দিয়ে যেন বিরাট কোহলিকে প্রচ্ছন্ন🧔 ভাবে কটাক্ষ করেছেন জাদেজা। কোহলি নিজের মাইলস্টোনের জন্য🎀 স্লো খেলেন, এমন বদনাম তাঁর গায়ে বহু বারই সাটানো হয়ে থাকে। কারণ, শনিবার রাজস্থানের বিরুদ্ধে নিজে সেঞ্চুরি হাঁকালেও, তাঁর দল করেছিল ৩ উইকেটে ১৮৩ রান। উল্টোদিকে রোহিত বরাবরই দলকে সব কিছুর উপরে রাখেন, সেটাই যেন জাদেজা বোঝাতে চেয়েছেন। যে কারণে এদিন দিল্লির বিরুদ্ধে মুম্বই প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৩৪ রান করেছে।
আরও পড়ুন: জানতাম একটཧা ইনিংসেই খেলা ঘুরতে পারে, ভাগ্যের সহায়তা পেয়েছি- সেঞ্চুরি করে অকপট বাটলার
🔜এদিকে আইপিএলের রেকর্ড বইয়ের পাতা উল্টোলে দেখা যাবে, ৪০-এর ঘরে রোহিত মোট ২০ বার আউট হয়েছেন। এমন কী আইপিএলে ৪৯ রানে তিনি আউট হয়েছেন তিন বার। এর পরে ৪৯ রানে 👍২বার করে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাকালাম, সঞ্জু স্যামসন, ক্রিস লিন। এক ভক্ত তো এক্সে গিয়ে লিখেই দিয়েছেন, ‘রোহিত শর্মা আইসিসি টুর্নামেন্ট বা আইপিএলে ব্যক্তিগত মাইলফলক সম্পর্কে চিন্তা করেন না। এটাই তাকে বাকিদের থেকে অনন্য করে তুলেছে!!’