চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের ছিটকে যাওয়া নিশ্চিত হওয়ার পরেই সুনীল গাভাসকর মন্তব্য করেন যে, পাকিস্তানের এই দলের পক্ষে ভারতের বি-টিমকে হারানো কঠিন হবে। রোহিত শর্মারা চ্যাম্পিয়ন্স ট্রফির 🧜খেতাব জেতার পরে মাইকেল ভন কার্যত সানির দাবিকে আরও একটু এগিয়ে নিয়ে যান। প্রাক্তন ব্রিটিশ তারকা এক্ষেত্রে দাবি করেন যে, ভারতের🐎 বি-টিমও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার ক্ষমতা রাখে।
আসলে ভন সীমিত ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়ার বেঞ্চ স্ট্রেনথ কতটা, সেটাই বোঝাতে চান। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এক্ষেত্রে ꧒ভারতের বিকল্প একাদশ বেছে দেন, যারা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠত বলে মনে হয়েছে ভনের। মাইকেল এক্ষত্রে তাঁদেরকেই নিজের বেছে নেওয়া এগারো জনের দলে রাখেন, যাঁরা ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ছিলেন না এবং স্কোয়াডে থেকেও যাঁরা একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি।
ভন ভারতের বিকল্প একাদশে জায়গা করে দেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা সত্ত্বেও একটিও ম্যাচ না খেলা ঋষভ পন্ত, ওয়াশিংটন🍬 সুন্দর ও আর্শদীপ সিংকে। এছাড়া ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে থাকা সত্ত্বেও পরবর্তী সময়ে বরুণ চক্রবর্তীকে জায়গা ছেড়ে দেওয়া যশস্বী জসওয়ালও রয়েছেন ভনের বেছে নেওয়া বিকল্প একাদশে। এছাড়া রয়েছেন চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে ছিটকে যাওয়া জসপ্রীত বুমরাহ।
ভন যশস্বী ছাড়া ভারতের বিকল্প একাদশের ব্যাটিং লাইনআপে রেখেছেন তিলক বর্মা, অভিষেক শর্মা, ও সূর্যকুমার যাদবকে। ভন উল্লেখ না করলেও 💟সূর্যই যে এই দলের নেতৃত্ব দেওয়ার প্রধান দাবিদার, সেটা বুঝে নিতে অসুবিধা হয় না। উইকেটকিপার হিসেবে রয়েছেন ঋষভ পন্ত। পেসার অল-রাউন্ডার হিসেবে ভনের দলে জায়গা পেয়েছেন নীতীশ 🐼রেড্ডি।
স্পিনার অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং দুই বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোই। দুই বিশেষজ্ঞ পেসার হিসেবে রয়েছেন আর্শদীপ সিং ও জসপ্রীত বুমরাহ। সন্দেহ নেই ভনের বেছে নেওয়া ভারতের এই 🌃বিকল্প একাদশে যথেষ্ট ভারসাম্য রয়েছে। যদিও প্রাক্তন তারকা নিজের পছন্দের দলে রাখেননি সঞ্জু স্যামসনকে। রিঙ্কু সিংয়েরও জায়গা হয়নি ভা♐রতের বিকল্প একাদশে।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ঠিক আগেই ভনকে সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী ভবিষ্যদ্বাণী করতে বলেছিলেন যে, এবছর চ্যাম্পিয়ন্স ট্রফি কারা জিতবে। ভন জবাব দিয়েছিলেন এই বলে যে, ‘ঘরের মাঠে ভারত চ্যাম্পিয়ন হবে।’ ব্রিটিশ তারকা এক্ষত্রে দ✃ুবাইকে ভারতের ঘরের মাঠ হিসেবে উল্লেখ করে বোঝাতে চেয়েছিলেন যে, একই মাঠে সব ম্যাচ খেলার জন্য বাড়তি সুবিধা পাচ্ছেন রোহিতরা।
আরও পড𓄧়ুন:- চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ICC Ranking অনুযায়ী বিশ্বের সেরা ১০টি ওয়ান ডে দল কারা?
মাইকেল ভনের বেছে নেওয়া ভারতের বি-টিম
যশস্বী জসওয়াল, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, য🎐ুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং🌳, জসপ্রীত বুমরাহ ও রবি বিষ্ণোই।