প্লে-অফের টিকিট আগেই নিশ্চিত হয়েছিল। মঙ্গলবার পাকিস্তান সুপার লিগের শেষ লিগ ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হল মুলতান সুলতানস। পেশেয়ারকে টপকে এক নম🌳্বর স্থান দখল করায় কোয়ালিফায়ারে মাঠে নামার যোগ্যতা অর্জন করল মহম্মদ রিজওয়ানের মুলতান। তারা কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জামলির বিরুদ্ধে। এলিমিনেটরে মাঠে নামবে লিগ টেবিলের তৃতীয় ও চতুর্থ দল ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েট্টা।
মুলতান বনাম কোয়েট্টা শেষ লিগ ম্যাচের ফলাফল:-
করাচিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মুুলতান সুলতানস। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮৫ রান সংগ্রহ করে। ওপেন 🔯করতে নেমꦦে ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ান অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন। দলের হয়ে সব থেকে বেশি ৬৯ রান করে মাঠ ছাড়েন তিনি। ৪৭ বলের ইনিংসে রিজওয়ান ১টি চার ও ৪টি ছক্কা মারেন।
এছাড়া ২৯ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন জনসন চার্লস। তিনি ৬টি চার ও ৩টি ছক্কা মারেন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ২০ রান করেন ইফতিখারꦇ আহমেদ। ইয়াসির খা🌃ন ১২ ও উসমান খান ২১ রানের যোগদান রাখেন। কোয়েট্টার মহম্মদ আমির ৪০ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন আবরার আহমেদ ও মহম্মদ ওয়াসিম।
জবাবে ব্যাট করতে নেমে কোয়েট্টা ১৫.৫ ওভারে ১০৬ রানে অল-আউট হয়ে যায়। ৭৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে মুলতান। ওমর ইউসুফ দলের হয়ে সব থেকে বেশি ৩৭ রান কর𝓰েন। ২৫ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। সউদ শাকিল ১৪, রিলি রসউ ১০ ও মহম্মদ ওয়াসিম ১১ রানের যোগদান রাখেন। মুতানের ডেভিড উইলি ও উসামা মীর ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট দখল করেন আব্বাস আফ্রিদি। ম্যাচের সেরা হন রিজওয়ান।
আরও পড়ুন🦩:- Most Runs In IPL History: আইপিএলের ইতিহাসেꩵ সব থেকে বেশি রান, চোখ রাখুন সেরা ১০-এ
আরও পড়ুন:- RCB প্লে-অফে উঠতেই ছিটকে গেল ইউপি-গꦡুজরাট, WPL 2024-র ফাইনালের দৌড়ে🔯 এগিয়ে দিল্লি
পাকিস্তান সুপার লিগের পয়েন্ট টেবিল:-
১. মুলতান সুলতানস- ১০ ম্যাচে ১৪ পয়েন্ট (নেট রান-রেট +১.১৫০)।
২. পেশোয়ার জালমি- ১০ ম্যাচে ১৩ পয়েন্ট (নেট রান-রেট +০.১৪৭)।
৩. ইসলামাবাদ ইউনাইটেড- ১০ ম্যাচে ১১ পয়েন্ট (নেট রান-রেট +০.২২৪)।
৪. কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স- ১০ ম্যাচে ১১ পয়েন্ট (নেট রান-রেট -০.৯২১)।
৫. করাচি কিংস- ১০ ম্যাচে ৮ পয়েন্ট (নেট রান-রেট -০.১৯২)।
৬. লাহোর কালান্দার্স- ১০ ম্যাচে🌳 ৩ পয়েন্ট (নেট রান-রেট -০��.৫৫৪)।