আইপিএল শুক্রবারই স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আগে করোনার সময় আইপিএল মাঝপথে স্থগিত হয়েছিল, কিন্তু এমন যুদ্ধকালীন পরিস্থিতি কখনও ক্রিকেটকে আঘান আনতে পারেনি এতদিন। তবে পাকিস্তানের সঙ্গে ভারতের এই লড়াইয়ে দেশের পাশের থাকার জন্যই বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে আইপিএল আপাতত স্থগিত করে দেওয়ার। জানানো হয়েছে, দিন সাতেক পর আবারও এই নিয়ে বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আজ অর্থাৎ শনিবারও যেভাবে পাকিস্তানের সঙ্গে ভারতের লড়াই চলছে, তাতে সাতদিনে আইপিএল শুরুর স্বপ্ন বাস্তবে পূরণ হওয়ার সম্ভা💫বনা কম।
ইংল্যান্ডও IPL হোস্ট করতে রাজি
ইতিমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে প্রস্তাব চলে এসেছে বিসিসিআইয়ের এই মিলিয়ন ডলার লিগ সেদেশে আয়োজন করার জন্য। ইসিবি নাকি ভারতীয় বোর্ডকে জানিয়েছে, তাঁরা 💯সেপ্টেম্বর মাসে এই লিগের দ্বিতীয় পর্ব হলে, আয়োজন করতে রাজি রয়েছে। বিসিসিআই অবশ্য এখনই এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নয়, কারণ তাঁদের ওপর আরও অনেক চাপ রয়েছে এই মূহূর্তে। এই আবহেই এবার বড় মন্তব্য করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ গঙ্গোপাধ্যায় সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘বিসিসিআইকে লিগ স্থগিত করার সিদ্ধান্ত নিতে হয়েছে দেশে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ায়। আর আইপিএলে যেহেতু প্রচুর দেশি এবং ভারতীয় ক্রিকেটাররা খেলে তাই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। আশা করব আইপিএল দ্📖রুত শুরু হবে, কারণ লিগের গুরুত্বপূর্ণ স্টেজই এখন বাকি রয়েছে ’।