চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারত। আয়োজক দেশ হয়েও ফাইনাল হয়নি পাকিস্তানে। কিন্তু তাতেও ‘নৈতিক জয়’ খুঁজলেন পাকিস্তানি নেটিজেনদের একাংশ। ভারত জয়ের পরই তাঁরা বলতে শুরু করলেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে টিম ইন্ডিয়া যতই পাকিস্তানে না আসুক, তাঁদের ‘সাদা ব্লেজারে’ তো পাকিস্তানের নামই লেখা থাকবে। সেটা চিরকাল থেকে যাবে বলে দাবি করেছেন তাঁরা। আর যে বিষয়টি নিয়ে হাসাহাসি শুরু করেছেন ভারতীয় নেটিজেনরা। এমনকী পাকিস্তানি নেটিজেনদের একাংশও বলতে শুরু করেছেন, এসব বিষয়ে ‘জয়’ খুঁজতে গিয়েই নিজেদের আসলে লজ্জার মুখে পড়তে হয়।
‘ক্রিকেটের ইতিহাসে সবথেকে কালো অধ্যায়’, বললেন পাকের অনেকেই
তাতেও অবশ্য থামেনি অনেকেই। এমনকী পাকিস্তানের এক শীর্ষস্থানীয় সাংবাদিক বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানে আসেননি। কিন্তু ভাগ্যের ফেরে তাঁদের প্রত্যেকের কাছে এমন সাদা জ্যাকেট থাকবে, যাতে পাকিস্তানের নাম লেখা আছে।’ একইসুরে পাকিস্তানের অপর এক সাংবাদিক বলেন, ‘কী লাভ হল সাদা কোট পরে! ওটার উপরেও তো পাকিস্তানের নাম লেখা আছে।’
আর সাংবাদিকদের সেইসব মন্তব্যের মধ্যেই পাকিস্তানি নেটিজেনদের একাংশও খুব একটা পিছিয়ে ছিলেন না। এক নেটিজেন বলেন, 'কীভাবে আপনারা এই ট্রফি জয় উদযাপন করতে পারেন? আপনারা দুবাইয়ের অর্ডারি পিচে প্রতিটি ম্যাচ খেলেছেন। এমনকী ডেভিড মিলার এবং অন্যান্য আন্তর্জাতিক ধারাভাষ্যকররা সেই পক্ষপাতিত্ব নিয়ে কথা বলেছেন। ভারত যে অনায্য সুবিধা পাচ্ছে, সেটা নিয়ে কথা বলেছেন। ক্রিকেটের ইতিহাসে সবথেকে জঘন্য জয়।' অপর একজন আবার বলেন, ‘ক্রিকেটের ইতিহাসে সবথেকে কালো অধ্যায়।’
'চোরা টিম একটা', চটে গেল বাংলাদেশিদের একাংশও
একই কথা শোনা গিয়েছে বাংলাদেশিদের একাংশের মুখেও। তেমনই একজন বলেন, ‘ট্রফি জয়ের সেরা উপায় কী কী? একই মাঠে সব ম্যাচ খেলতে হবে। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, বাড়তি বিশ্রাম পাওয়া যাবে। একটা পিচ, একটাই টিম কম্বিনেেশন। পক্ষে যাবে আম্পায়ারের সিদ্ধান্ত।’ অপর এক নেটিজেন বলেন, ‘আমার একটা প্রশ্ন, এভাবেও জিতে কি ভারতের আনন্দ হয়? নিজের মতো সাজিয়ে নেয় নিজেদের জয়। ওই যে বলে না কমিটির টিম। বিষয়টা ঠিক তাই।’
একইসুরে বাংলাদেশের এক নেটিজেন বলেন, ‘চোরা টিম একটাই। পুরো টুর্নামেন্টে একই মাঠে খেলা, সেই অনুযায়ী প্লেয়ার স্কোয়াডে নিতে পারা, এগুলো কি কম কোনও ব্যাপার? এইসব হেল্প ছাড়া খেলুক, (জিততে) পারলে (বুঝবে)। ট্রফি আর চোখে দেখতে হত না তাহলে। সেটা ওরাও (ভারত) জানে।’ অপর একজন বলেন, ‘এটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নয়। ইন্ডিয়া ক্রিকেট কাউন্সিল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত।’
ভারতকে কুর্নিশও জানিয়েছেন অনেকে!
তবে সকলেই যে এমন কথা বলেছেন, তা নয়। ছড়ি ঘুরিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান এবং বাংলাদেশের নেটিজেনদের একাংশও। তাঁদের বক্তব্য, যোগ্য দল হিসেবে জিতেছে ভারত। দাপটের সঙ্গে খেলেছে।