ইংল্যান্ড লায়ন্স যখন ব্যাট করছিল, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইশগজকে ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য বলে মনে হচ্ছিল। টস হেরে শুরুতে ব্যাট করতে নামা ব্রিটিশ দলকে অল-আউটই করতে পারেনি ভারতীয়-এ দল। তবে ইংল্যান্ড ব্যাট ছেড়ে দেওয়ার পরে যখন ভারত রান তাড়া করতে নামে, মনে হচ্ছিল বুঝি সেই একই পিচে ব্যাট করা নিতান্ত কঠিন।
এমন উলটপুরাণের মাঝে ব্যতিক্রমী একা রজত পতিদার। সিরিজের প্রথম বেসরকারি টেস্টে ভারতকে ম্যাচে ফেরানোর যথাসাধ্য চেষ্টা করে চলেছেন মধ্যপ্রদেশের টপ অর্ডার ব্যাটার। যদিও ভারত এখনও বিদপসীমার বাইরে, এমনটা বলা যাবে না মোটেও।
আমদাবাদে ভারতীয়-এ দলের বিরুদ্ধে চার দিনের প্রথম বেসরকারি টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড লায়ন্স ৩ উইকেটের বিনিময়ে ৩৮২ রান তোলে। ক্যাপ্টেন জোশ বোহানন ৯৩ ও ড্যান মাউসলি ৩৫ রানে অপরাজিত ছিলেন। তার পর থেকে খেলতে নেমে দ্বিতীয় দিনে ইংল্যান্ড লায়ন্স তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৮ উইকেটে ৫৫৩ রান তুলে।
বোহানন ১২৫ ও মাউসলি ৬৮ রান করে আউট হন। ১৮২ বলের ইনিংসে বোহানন ১৪টি চার ও ১টি ছক্কা মারেন। ১১৫ বলের ইনিংসে মাউসলি ৬টি চার মারেন। ৪৪ রান করে নট-আউট থাকেন ম্যাথিউ পটস। ১০ নম্বরে ব্যাট করতে নেমে ৩৫ বলে ৫৩ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন জ্যাক কার্সন। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন।
ইংল্যান্ড লায়ন্সের হয়ে প্রথম ইনিংসে সব থেকে বেশি রান করেন কিটন জেনিংস। তিনি ২০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮৮ বলে ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে প্রথম দিনেই আউট হন। ভারতের হয়ে মানব সুতার ১৩৭ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ৫৯ রানে ২টি উইকেট নেন বিদ্বথ কাভেরাপ্পা। ১০১ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন নভদীপ সাইনি।
আরও পড়ুন:- One World One Family Cup: চার-ছক্কা হাঁকানোর পাশাপাশি উইকেটও নিলেন সচিন, ঝোড়ো অর্ধশতরানে যুবির দলকে হারালেন পিটারসেন
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয়-এ দল ভয়ানক ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ৫০ রানের মধ্যে ৬টি উইকেট হারিয়ে বসে তারা। একসময় ৯৫ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত। টেল এন্ডারদের নিয়ে পালটা লড়াইয়ে ভারতকে চূড়ান্ত লজ্জার হাত থেকে উদ্ধার করেন রজত পতিদার।
অভিমন্যু ঈশ্বরন ৪, সরফরাজ খান ৪, পুলকিত নারাং ১৮, কেএস ভরত ১৫ ও তুষার দেশপান্ডে ২৩ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি সাই সুদর্শন, প্রদোষ রঞ্জন পাল ও মানব সুতার। একা কুম্ভ হয়ে লড়াই চালান ওপেনার রজত পতিদার।
আরও পড়ুন:- IND vs AFG 3rd T20I: ১২ বলে রেকর্ড ৫৮ রান, শেষ ৫ ওভারে ১০৩, দেখুন কীভাবে রোহিত-রিঙ্কুর বেনজির তাণ্ডবে ইতিহাস গড়ল ভারত
রজত দ্বিতীয় দিনের শেষে অপরাজিত থাকেন ব্যক্তিগত ১৪০ রানে। ১৩২ বলের মারকাটারি ইনিংসে তিনি ১৮টি চার ও ৫টি ছক্কা মারেন। ১১ বলে ৩ রান করে নট-আউট থাকেন নভদীপ সাইনি। ভারতীয়-এ দল দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ২১৫ রান তোলে। প্রথম ইনিংসের নিরিখে ইংল্যান্ড লায়ন্সের থেকে এখনও ৩৩৮ রানে পিছিয়ে রয়েছে ভারতীয়-এ দল।