ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং বিপর্যয় অব্যাহত রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ജওয়ানডে ম্যাচেও ব্যর্থ হয়েছেন হিটম্যান। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং ফর্মের হতাশাজনক ধারা ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরের VCA স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচেও অব্যাহত থাকল। ব্যাট হাতে আরও একবার ব্যর্থ হলেন ‘হিটম্যান’, সাত বল খেলে মাত্র ২ রান করেই আউট হয়ে 🦋ফিরে গেলেন।
যশস্বী জসওয়ালের সঙ্গে ইন🔯িংস শুরু করতে ক্রিজে নামার সময় গোটা স্টেডিয়াম ও ক্রিকেট বিশ্বের নজর ছিল রোহিত শর্মার ওপর। কিন্তু শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের দায়িত্ব তুলে নেন জসওয়াল। চার-ছক্কার ঝড় তুলতে শুরু করেন তিনি। আর অন্য প্রান্তে নন💦-স্ট্রাইকার হিসেবে দাঁড়িয়ে দেখছিলেন রোহিত শর্মা। তবে এই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ১৫ রান করে জসওয়াল আউট হন, ইনিংসের হাল ধরার দায়িত্ব এসে পড়ে রোহিতের কাঁধে।
আরও পড়ুন … ৬০০ আন্তর্জাতিক উইকেট শিকা🧜র করে কুম্বলে-অশ্বিন-হরভজন-কপিল দেবের ক্লাবে জাদেজার এন্ট্রি
ফের ব্যর্থ হন রোহিত শর্মা
কিন্তু এরপর যা ঘটল, তা রোহিত শর্মার সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতার আরও এক মর্মান্তিক উদ🍷াহরণ হয়ে থাকল। সাকিব মাহমুদের করা একটি ডেলিভারিতে বড় শট খেলতে যান রোহিত শর্মা, কিন্তু সময়ের ভুল হিসাব করায় বল আকাশে উঠে যায়। মিড-উইকেটে দাঁড়িয়ে থাকা লিয়াম লিভিংস্টোন সহজেই ক্যাচ ধরে ফেলেন। পুরো স্টেডিয়ামে নেমে আসে হতাশার ছায়া। ভারতীয় ড্রেসিংরুমে নীরবতা, আর রোহিতের ব্যর্থতার তালিকা আরও দীর্ঘ হল।
আরও পড়ুন … ভিডিয়ো: ICဣC Champions Trophy 2025-র আগে নতুন গাদ্দাফি স্টেডিয়ামকে ভক্তদের সা♌মনে তুলে ধরল PCB
দেখে নিন রোহিত শর্মার শেষ ১০ ওয়ানডে ইনিংস
০৬/০২/২৫ তারিখ ♓সিরিজের প্রথম ওয়ানডে বনাম🗹 ইংল্যান্ড ২ (৭)
০৭/০৮/২৪ তারিখ স🌠িরিজের তৃতীয় ওয়ানডে বনাম শ্রীল☂ঙ্কা ৩৫ (২০)
০৪/০৮/২৪ তারিখ দ্বিতীয় ওয়ানডে বনাম শ্রীলঙꦦ্কা ৬৪ (৪৪)
০২/০৮/২৪ প্রথম ওয়ানডে বনাম শ্রীলঙ্কা ৫৮ (৪৭)
১৯/১১/২৩ ফাইনাল ওয়ানডে বনাম অস্ট্রেলিয়া ৪৭ (৩১)
১৫/১১/২৩ প্রথম সেমিফাইনাল বনাম নিউজিল্যা⛎ন্ড ৪৭ (২৯)
১২/১১/২৩ চতুর্থ🎐 ওয়ানডে বনাম নেদারল্যান্ডস 🍬৬১ (৫৪)
০৫/১১/২৩ তৃতীয় ওয়ানডে বনাꦓম দক্🎐ষিণ আফ্রিকা ৪০ (২৪)
০২/১১/২৩ তৃতীয় ওয়ানডে বনাম শ্রীলঙ্কা ৪ (২)
২৯/১০/২৩ নবম ওয়ানডে বনাম ইংল্যান্ড ৮৭ (১০১)
২২/১০/২৩ প্রথম ওয়ানডে বনাম নিউজিল্যান্ড ৪৬ (৪০)
আরও পড়ুন … টিম ইন্ডিয়ার T20I দলের নেতৃত্🌳ব ফিরে পেতে পারেন হার্দিক! কেন সূর্যের ওপর তৈরি হচ্ছে অনাস্থা