বিরাট কোহলি এবং রোহিত শর্মা, ভারতীয় দলের দুই এক সময়ের অধিনায়কই টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন। ওডিআইতে অবশ্য রোহিত এখনও অধিনায়ক রয়েছেন, তবে গৌতম গম্ভীর বা বিসিসিআইয়ের যা গতিবিধি তাতে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত রোহিতই যে অধিনায়ক থাকবেন, সেকথা কেউই নিশ্চিত করে বলতে পারছে না। ফলে ভারতীয় ক্রিকেট আপাতত রোহিত-বিরাটকে ছাড়াই এবার টেস্ট ফরম্যাটে সামনের দিকে তাকাতে চলেছে। বলা যেতে পারে, এটা ভারতীয় ক্রিকেটের একটা ট্রানজিশন পিরিয়ড, যেখানে অনেক কিছুই বদল হতে চলেছে সাম൩নের সময়। এক সপ্তাহের মধ্যেই ভারতের দুই তারকার বিদায়ের পরও অবশ্য ভারতীয় ক্রিকেটভক্তদের ঘাবড়ানোর কিছুই নেই, বলছেন ১৯৮৩র বিশ্বকাপজয়ী দলের সদস্য সঞ্জয় মঞ্জরেকর।
বিরাট-রোহিতের অবসরে কোনও চিন্তা নেই
তিনি বলছেন, ‘আমি জানি, ভারতীয় ক্রিকেটপ্রেমীরা হয়ত একটু চিন্তায় থাকবে। তবে এর আগেও যখন ফ্যাব ফোর (সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়) অবসর নিয়েছিল প্রায় একই সময়, তখন কি হয়েছিল সেটা কারও মনে আছে? এর কয়েক বছর পরই ভারত বিশ্বের এক নম্বর টেস্ট দলে পরিণত হয়েছিল ’। ২০০৮ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় অবসর নিলেও এর 🍨কিছু বছর পরই রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ, প্রায়🧸 একই সঙ্গে অবসর নেন। যদিও সচিন তেন্ডুলকর তার পরেও খেলা চালিয়ে গেছিলেন।
প্রতিভার কোনও অভাব ভারতে হবে না
তবে বিরাটের নেতৃত্বে এর কিছু বছর পরই ভারত টেস্টের এক নম্বর দল হয়ে উঠেছিল, অর্থাৎ তারকা ব্যাটারদের ছাড়াও বিরাটের ভা♔রত শীর্ষে উঠেছিল। সেকথা মনে করিয়েই মঞ্জরেকর বলছেন, ‘আমি একটা কথা বুঝি, যতদিন ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা থাকবে, ততদিন এদেশে প্রতিভার কোনও অভাব থাকবে না, যারা ভারতীয় দলে খেলতে চায়। ফলে ভারতের আগামীর প্রতিভা ভালোভাবে খুঁঝে বের করা গেলেই, সকলের অভাবই কাটিয়ে ওঠা সম্ভব ’।
বোলিং ইউনিট শক্তিশালী হবে
ভারতের চার তারকা ব্যাটারের বিদায়ের পর কীভাবে ভারতের বোলিং ইউনিটও শক্তিশালী হয়ে উঠেছিল সেকথা মনে করিয়ে মঞ্জরেকর বলেন, ‘একটু হয়ত সময় লাগবে, কিন্তু তাতে চিন্তা করার কিছু নেই। ফ্যাব ফোরের অবসরের পর আমাদের বোলিংয়ের মান আরও উন্নতি হয়েছিল। সেটা এক্ষেত্রেও হতে পারে। কারণ নতুন নতুন প্রতিভাব, নতুন নতুন বোলাররা উঠে আসবে, আর ভারত আবারও ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚটেস্ট ক্রিকেট এভাবেই শাসন করতে থাকবে ’। রবিচন্দ্রন অশ্বিনও অবসর নিয়ে নেওয়ায় আসন্ন ইংল্যান্ড সিরিজে এই তিন অভিজ্ঞ তারকাকে ছাড়াই খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।