টেস্ট, ওডিআইয়ের তুলনায় অনেক কম সময়ই জনপ্রিয়তা পেয়ে গেছে টি২০ ফরম্যাট। এরপর টি২০ ফরম্যাটের থেকেও ক্ষুদ্র সংস্করণে বিশ্বেཧর বিভিন্ন প্রান্তে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হচ্ছে। এর মধ্যে রয়েছে আবু ধাবি টি১০ লিগ, আছে ইংল্যান্ডের দ্যা হান্ড্রেড লিগ। এবার ভারতের বুকেই শুরু হতে চলেছে ক্রিকেটের এক নতুন ফরম্যাট।
আরও পড়ুন-ISL - ১১তারিখ ডার্বি হচ্ছে না কলকাতায়! সরতে পারে ভুবনেশ্বরে! FS🐲DLর দিকেই তাকিয়ে মোহনবাগান
ভারতে শুরু হচ্ছে ৯০ বলের লিগ-
ভারতীয় ক্রিকেটে এবার শুরু হতে চলেছে লেজেন্ডস নাইটি লিগ। সাতটি দল এই প্রতিযোগিতায় খেলবে। এরা হল হরিয়ানা গ্ল্যাডিয়েটর, দুবাই জায়ান্ট, গুজরাট সাম্প আর্মি, দিল্লি রয়্যালস, বিগ বয়েজ, ছত্তিশগড় ওয়ারিয়র এবং রাজস্থান কিংস। সুরেশ রায়না, হরভজন সিং, শিখর ধাওয়ান, ডোয়েন ব্র্যাভো, রস টেলরের মতো⛦ তারকারা এই লিগে খেলতে চলেছেন।
আরও পড়ুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ গোলে জিত♐েও বলছে🧸ন মোলিনা! লিস্টনের ভাবনায় এখন শুধুই ডার্বি
৯০ বলের প্রতিযোগিতা নিয়ে আশাবাদী-
এই সাত দলের প্রতিযোগিতায় নতুন ধরণের ক্রিকেটের ফরম্যাটে অতীতে সমস্ত দিকপাল ক্রিকেটাররা অংশগ্রহণ করতে꧑ চলেছে। ১৫ ওভারের এই ক্রিকেটের জনপ্রিয়তার ব্যাপারে আশাবাদী উদ্যোক্তরা। নিজের রাজ্যের দল দিল্লি রয়্যালসের হয়ে খেলতে দেখা যাবে শিখর ধাওয়ানকে। নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার রস টেলরও খেলবে দিল্লির ফ্র্যাঞ্চাইজির হয়েই।
আরও 𝓰পড়ুন-পিঠে খিঁচ মনে হচ্ছে না! বুমরাহর চোট নিয়ে ভারতীয় শিবিরের অন্দরের খবরে অবিশ্বাস পন্টিংয়ের
হরিয়ানাতে ভাজ্জি, ছত্তিশগড়ে রায়না-
হরিয়ানা গ্ল্যাডিয়েটরের হয়ে খেলতে দেখা যাবে হরভজন সিংকে। ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য সুরেশ রায়নাও খেলবেন এই প্রতিযোগিতায় , তাঁর দল ছত্তিশগড় ওয়ারিয়র। কিউয়ি তারকা মার্টিন গাপ্তিল এবং অম্বতি রায়াডুকেও খেলতে দেখা যাবে সুরেশ রায়নার দলের হয়েই। প্রতিযোগিতায় খেলবেন টি২০ ক্রিকেটের ইতিহাসে সব🅺 চেয়ে বেশি উইকেটের মালিক ডোয়েন ব্র্যাভোকেও। তিনি খেলবেন রাজস্থান কিংসের হয়ে।
আরও পড়ু𒁃ন-BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বির💮াটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
ফেবরুয়ারিতে শুরু প্রথম সংস্করণ-
দ্য লেডেন্ডস ৯০ লিগের প্রথম সংস্করণ হবে ফেবরুয়ারি মাসে। এই প্রতিযোগিতায় ক্রিস গেইলকেও খেলতে দেখা যেতে পারে বলে দাবি করা হয়েছে আয়োজকদের তরফে। নয়া ফরম্যাটে ক্রিকেট আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই আশায় রয়েছে আয়োজকর♚া। এখন সমস্ত দলের ফুল স্কোয়াড ঘোষণা করা হয়নি, তা চূড়ান্ত হওয়া বাকি রয়েছে। তাঁদের অবসরের পর থেকে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারকেই দেখা গেছে দেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে।