Possible leadership of I🐬ndi💮an Test team: গিল ও পন্ত জুটি ভারতের টেস্ট দলের দায়িত্ব নিতে পারেন। কোহলির বিষয়ে বোর্ড এখনও নীরবতা পালন করছে কেন? ভারতীয় টেস্ট দলের নতুন নেতৃত্বে আসতে চলেছেন শুভমন গিল ও ঋষভ পন্ত! বিসিসিআই সূত্রে খবর, গিল হবেন অধিনায়ক এবং দলে সহ-অধিনায়কের দায়িত্ব পেতে চলেছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত।
সহ🥀-অধিনায়ক হিဣসেবে পন্তকে বেছে নেওয়া একপ্রকার নিশ্চিত হয়েগিয়েছে বলেই খবর। এর কারণ বিদেশের মাটিতে তিনি ভারতের অন্যতম সেরা টেস্ট ব্যাটার। অন্যদিকে, জসপ্রীত বুমরাহর ফিটনেস অনিশ্চিত থাকায় এবং অধিনায়ক না হওয়ায়, তাঁকে সহ-অধিনায়কের ভূমিকা দেওয়া সম্ভব নয় বলেই জানা যাচ্ছে।
ঋষ🔜ভ পন্তের গড় ৪২-এর বেশি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় শতরান রয়েছে, সঙ্গে সাতটি ইনিংসে ৯০ থেকে ৯৯-এর মধ্যে রানও করেছেন পন্ত। যা তাঁকে বর্তমান যুগে অন্যতম সেরা টেস্ট ব্যাটার করে তোলে। বিসিসিআই-এর এক কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘যদি বুমরাহ অধিনায়ক না হন, তাহলে তাঁকে সহ-অধিনায়ওক করায় কোনও মানেই হয় না।’
আরও পড়ুন … কোহলি-রোহিতের অবর্তমানে কেমন হবে ভারতের টেস্ট দল? নতুন যুগে পা দিতে চলেছে ট🔴িম ইন্ডিয়া!
এদিকে বিরাট কোহল🐼ির টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইচ্ছা ক্রিকেট মহলে আলোড়ন ফেলেছে। সূত্র বলছে, নির্বাচকমণ্ডলী ইংল্যান্ড সফরের জন্য কোহলিকে আবার অধিনায়ক করার বিষয়টি বিবেচনাও করেছিল, যাতে গিল কিছুটা সময় পান নেতৃত্বে নিজেকে প্রস্তুত করার জন্য।
যদিও এখনও পর্যন্ত কোহলি আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি, তবে বিসিসিআই চাইছে তিনি যেন ইংল্যান্ড সফরের পাঁচটি টেস্টে খেলেন। রোহিত শর্মাও টেস্ট থেকে অবসর নেওয়ায় কোহলির অভিজ্ঞতা🐼 কঠিন কন্ডিশনে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
আরও পড়ুন … টম কারান কাঁদছিলেন, মিচ♊েল বলেন ‘কখনও পাকিস্তানে যাবেন না’- PSL 2025 নিয়ে রিশাদ হোসেন
বিসিসিআই যদিও কোহলির সঙ্গে আলোচনা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্ত൩ব্য করেনি। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর এবং 🙈বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াকে যোগাযোগ করা হলেও তারা কোনও প্রতিক্রিয়া দেননি।
এক বিসিসিআই সূত্র জানিয়েছে, ‘নির্বাচকরা ভেবেছিলেন ইংল্যান্ড সফরে কোহলিকে অধিনায়ক করা যেতে পারে। এতে গিল নেতৃত্বে নিজেকে গড়ে তোলার জন্য সময় পেতেন। তবে ২৫ বছরের গিলের এখনও পূর্ণ পরিণতি আসেনি। বুমরাহর ফিটনেস সমস্যা🐻 থাকায় গিলই এখন আগরকর কমিটির জন্য সবচেয়ে উপযুক্ত পছন্দ।’
আরও পড়ুন … মোহনবাগানের সঙ্গে টম অ্যালড্রেডের আরও এক বছরের চুক্তি! আবারও 🔴সবুজ মেরুনেই স্ꦛকটিশ ডিফেন্ডার
কেএল রাহুলকে অধিনায়কত্বের জন্য বিবেচনা করা হচ্ছে না, কারণ তিনি ইতিমধ্যেই ৩৩ বছর পার করেছেন এবং ধারাবাহিকতার অভাব রয়ে💞ছেই। যদিও তিনি অস্ট্রেলিয়ায় দলের অন্যত✃ম সেরা পারফর্মার ছিলেন, তবুও ১১ বছরের টেস্ট কেরিয়ারে ৫০ ম্যাচে গড় ৩৫-এর নীচে হওয়া মোটেই নজরকাড়া নয়।
ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট দল তৃতীয় সপ্তাহের শেষে ঘোষণা করা হবে। ভারত ‘এ’ দল ঘোষণা হবে আগামী সপ্তাহের শুরুতে। বাকিদের মধ্যে যাঁর জায়গা প্রায় নিশ্চিত, তিনি হলে𒐪ন তামিলনাড়ুর বাঁহাতি ব্যাটার সাই সুদর্൩শন। সব ঠিক থাকলে তিনি হয়তো ওপেন করবেন, নয়তো তিন নম্বরে ব্যাট করতে নামবেন।