লিগের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দাপটের 🐼সঙ্গে হারিয়ে দিলেও ফিরতি ম্যাচে সিংহলিদের কাছে হারের মুখ দেখতে হয় ভারতকে। ফাইনালে সেই কারণেই সেয়ানে-সেয়ানে লড়াই চলবে বলে আশা করা গিয়েছিল। বাস্তবে দেখা যায় ভিন্ন ছবি। ব্যাটে-বলে দাপটꦡ দেখিয়ে খেতাবি লড়াইয়ে আয়োজক শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ভারতের মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ জিতে হরমনপ্রীতরা বুঝিয়ে দেন, বড় মঞ্চের জন্য তাঁরা পুরোপুরি প্রস্তুত।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে ব্যাট হাতে ভারতের জয়ের ভিত গড়ে দেন স্মৃতি মন্ধনা। ওপেন করতে নেমে স্মৃতির দুর্দান্ত শতরানের জন্যই ভারত তিনশো টপকে বড় রানের ইনিংস গড়তে সক্ষম হয়। পরে আমনজ্যোৎ-স্নেহ রানাদের ধারালো বোলিং শক্ত মঞ্চে 🌜ভারতের জয়ের ধ্বজা উড়িয়ে দেয়।
রবিবার কলম্বো🍃র আর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্রিদেশীয় ওয়ান ডে সিরিজের ফাইনালে মাঠে নামে ভারত। টস জিতে শুরুতে ব্যাট 🧸করতে নামে ভারত। তারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩৪২ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
দাপুটে শতরান স্মৃতি মন্ধনার
স্মৃতি মন্ধনা ৫টি চার ও ২টি ছক্কার সাহা🐲য্যে ৫৫ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান ৯২ বলে। সাহায্য নেন ১২টি চার ও ২টি ছক্কার। শেষমেশ ১৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০১ বলে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন মন্ধনা।
এছাড়া হার্লিন দেওল ৪৭, জেমিমা রডরিগেজ ৪৪, হরমনপ্রীত কৌর ৪১, প্রতীকা রাওয়াল ৩০, দীপ্তি শর্মা ২০, আমনজ্যোৎ কউর ১৮ ও রিচা ঘোষ ৮ রান করেন। ♛শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নেন মালকি মাদারা, দেউমি বিহঙ্গ ও সুগন্দিকা কুমারী। ১টি উইকেট নেন ইনোকা রণবীরা। ৮ ওভারে ৬১ রান খরচ করেও উইকেট পাননি ক্যাপ্টেন চামারি আতাপাত্তু।
আরও পড়ুন:- IPL দলগুলিকে মঙ্গলবারেরꦚ মধ্যেই খেলোয়াড়দের একজোট🍎 করতে বলল বোর্ড, তবে কি…?
পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল ৪৮.২ ওভারে ২৪৫🥀 রানে অল-আউট হয়ে যায়। ৯৭ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে চ্যাম্পিয়ন হয়🌌 ভারত।
আরও💎 পড়ুন:- ভারতের খ꧙েলা ১০টি দেশের মধ্যে এই ৩টি দলের বিরুদ্ধে কখনও টেস্ট খেলেননি কোহলি, কেন?
সিংহলিদের হয়ে আতাপাত্তু ৫১ রানের লড়াকু ইনিংস খেলেন। এছাড়া বিষ্মি গুণরত্নে ৩৬, নীলাক্ষিকা সিলভ🍷া ৪৮, হর্ষিতা সমরাবিক্রমে ২৬, সুগন্দিকা কুমারী ২৭ ও ꦛঅনুষ্কা সঞ্জীবনী ২৮ রান করেন। ভারতের হয়ে স্নেহ রানা ৩৮ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। তিনি টুর্নামেন্টের ৫ ম্যাচে সাকুল্যে ১৫টি উইকেট সংগ্রহ করেন। এছাড়া ফাইনালে ৫৪ রান খরচ করে ৩টি উইকেট নেন আমনজ্যোৎ কউর। ফাইনালের সেরা হন স্মৃতি মন্ধনা। টুর্নামেন্টের সেরা স্নেহ রানা।