শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে অভিষেক শর্মা মাত্র ১২ বলে ৩৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন। তাঁর স্ট্রাইকরেট ছিল ৩০৮.৩৩। তাঁর এই ইনিংসটি সিএসকে-এর বিরুদ্ধে রান তাড়া করে সানরাইজার্স হায়দরাবাদের জয়ের ভিত তৈরি করে দিয়েছিল। আর তাঁর এই দুরন্ত ইনিংসের পর, তিনি কিংবদন্তি ব্রায়ান লারা এবং যুবরাজ সিংয়ের কাছ থেকে যে অমূল্য সꦇহায়তা পেয়েছেন, সেটা স্বীকার করে নিয়েছেন।
২৩ বছর বয়সী ব্যাটার দ্বিতীয় ওভারে মুকেশ চৌধুরীকে পিটিয়ে ২৭ রান নেন। যার মধ্যে দু'টি বাউন্ডারি এবং তিনটি ছক্কা রয়েছে। আর এই ওভারটিই হায়দরাবাদের ১৬৬ রান তাড়া💮 করে জয়ের মঞ্চ তৈরি করেছিল। ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন অভিষেক।
মꦕ্যাচের পর অভিষেক বলেন, ‘এটা আগে করা পরিশ্রমের ফল। আমার বাবা, যুবি পাজি এবং ব্রায়ান লারাকে এর জন্য বিশেষ ধন্যবাদ।’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘বোলিং করার সময়েই আমরা বুঝে গিয়েছিলাম যে, এটি একটি ধীর গতিꦉর উইকেট। তাই আমরা পাওয়ারপ্লে থেকেই চালিয়ে খেলতে চেয়েছিলাম। আমাদের কাছে আইপিএল শুরুর আগে ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল। আমরা জানতাম যে, এই পিচ ধীর গতির হবে। কিন্তু আমরা যদি বোলারদের বিরুদ্ধে যাই, তবে তা বোলারদের জন্যও কঠিন হবে।’
উচ্চ স্ট্রাইকরেট এবং বড় রানের মধ্যে তিনি কোনটিকে পছন্দ ক𒅌রবেন, এমন প্রশ্নের জবাবে অভিষেক বলেন, ‘বড় স্কোর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু আমি আজ ফ্লোয়ের মধ্যে খেলেছি। আশা করছি, পরের বার ব্যাট করতে নামলে🎀 বড় স্কোর করব।’
আরও পড়ুন: কমলা টুপির লড়াইয়ে কোহলিদের চাপে ফেলছেন SRH-𝄹এর অভিষেক শর্মা, ক্লাসেনও উঠে এসেছেন রিয়ানদের ঘাড়ে
অভিষেক শর্মার মেন্টর হিসেবে বরাবর উঠে এসেছে যুবরাজ সিং-এর নাম। সৈয়দ মুস্তাক আলি ট্রফির আগে থেকেই যুবির অ্যাকাডেমিতে অনুশীলন করতেন অভিষেক। তখনই নিজের ভাইয়ের মতো অভিষেককে প্রশিক্ষণ দেন যুবরাজ। যে কারণে গত বারের আইপিএলে যে স্টান্সে ব্যাট করতেন অভিষেক, তার কিছুটা পরিবর্তনও হয়েছে। যুবরাজের মতোই এখন তাঁর উঁচু ব্যাকলিফ্ট (শট খেলা൲র আগে ব্যাট যেখান থেকে নামে)। ব্যাটও ধরেন হ্যান্ডলের উপরের দিকে, যা এক সময়ে করতেন যুবরাজ। যাতে শট খেলতে সুবিধে হয়। এই দু’টি পরিবর্তনের পাশাপাশি শরীরের ওজন বাড়ানো এবং বড় ছক্কা হাঁকানোর প্রস্তুতি নিতে হয় পঞ্জাবের তরুণকে।
আরও পড়ুন: ২৫ বলে হাফসেঞ্চুরি, IPL-এর ইতিহাসে অনন্য নজির ১৮ ব𒐪ছরের নাইট তরুণের
যাইহোক ভালো ๊শুরুটা করলেও, অভিষেক যেভাবে আউট হয়েছেন, তাতে রীতিমতো ক্ষুব্ধ মেন্টর যুবরাজ সিং। অভিষেককে তিনি বকা দিতেও পিছপা হননি। যদিও তাঁর খেলার প্রশংসা করেছেন, সঙ্গে বাজে শট খেলে আউট হওয়া নিয়ে রাগও করেছেন। নিজ♐ের এক্স হ্যান্ডলে গিয়ে যুবরাজ লিখেছেন, ‘আমি তোমার পিছনেই আছি...আবারও ভালো খেলেছি- কিন্তু বাজে শট খেলে আউট হয়েছো।’ সঙ্গে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে একজন লোক, অন্যজনকে লাঠি হাতে তাড়া করেছেন।
শুক্রবার হায়দরাবাদ টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল। সিএসকে প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। হায়দরাবাদের বোলারদের মাপা বলে বেশি রান করতে পারেনি সিএসকে। শিবম দুবের ২৪ বলে ৪৫ রানের ইনিংস বাদ দিলে, আহামরি ব্যাটিং এদিন চেন্নাইয়ের কেউই করতে পারেননি। এছাড়া অজিঙ্কা রাহানে ৩০ বলে ৩৫ করেন। ২৩ বলে অপরাজিত ৩১ করেন জাদেজা। ২১ বলে ২৬ করে রুতুরাজ গায়কোয়াড়। এমএস ধোনি ৭ নম্বরে ব্♔যাট করতে নামলেও, সেই সময়ে মাত্র ২ বল খেলার সুযোগ পান। করে ১ রান।
বরং রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলꦕেন হায়দরাবাদের ব্যাটাররা। শুরুতেই ১২ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক শর্মা। এছাড়াও ২৪ বলে ৩১ করেন ট্র্যাভিস হেড। ৩৬ ꦇবলে ৫০ করেন এডেন মার্করাম। ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৬ রান তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।