Preity Zinta on Glenn Maxwell: বলিউড অভিনেত্রী এবং পাঞ্জাব কিংস-এর সহ-মালিক প্রীতি জিন্ꦇটা সম্প্রতি এক মজাদার চ্যাট সেশ♚নে সামাজিক যোগাযোগমাধ্যম X-এ (পূর্বতন টুইটার) এক ভক্তের অশালীন এবং লিঙ্গবৈষম্যমূলক প্রশ্নের কড়া জবাব দিয়েছেন। প্রীতি জিন্টার এই জবাব সকলের প্রশংসা কুড়িয়েছে। এই ঘটনাটি কর্পোরেট ও ক্রীড়াক্ষেত্রে মহিলাদের প্রতি বিদ্যমান লিঙ্গ বৈষম্য নিয়ে একটি বড় আলোচনার জন্ম দিয়েছে।
চ্যাট চলাকালীন, প্রীতি জিন্টাকে এক ভক্ত প্রশ্ন করেন, ‘ম্যাডাম, ম্যাক্সওয়েলের আপনার সঙ্গে বিয়ে হয়নি বলে কি সে আপনার দলের হয়ে ভালো খেলতেন💮 না?’ এই প্রশ্নের জবাবে প্রীতি স্পষ্ট ভাষায় বলেন, ‘এই প্রশ্নটা কি আপনি অন্য দলের পুরুষ মালিকদেরও করতেন,♏ না কি এই বৈষম্য শুধুই মহিলাদের জন্য?’
আরও পড়ুন … গিল অনভিজ্ঞ, BCCI🌼-এর বুমরাহকেই নেতা 💎করা উচিত কিন্তু… কেন এমন বললেন মইন আলি?
প্রীতি জিন্টা আরও যোগ করে লেখেন, ‘ক্রিকেটে যুক্ত হওয়ার আগে আমি কখনও বুঝতে পারিনি কর্পোরেট দুনিয়ায় মহিলাদের টিকে থাকা কতটা কঠিন। 🍌আমি জানি আপনি মজা করে এই প্রশ্ন করেছেন, কিন্তু অনুগ্রহ করে আপনার প্রশ্নটা একবার ভালো করে ভেবে দেখুন—আপনি আসলে কী বলছেন! কারণ আপনি যদি সত্যিই বুঝতে পারেন, তাহলে এটা খুব একটা সুন্দর ব্যাপার নয়। আমি গত ১৮ বছর ধরে কঠোর পরিশ্রম করে এই জায়গায় এসেছি, ত🍬াই দয়া করে আমাকে আমার প্রাপ্য সম্মান দিন এবং লিঙ্গবৈষম্য বন্ধ করুন। ধন্যবাদ।’
আরও পড়ুন … কোহলিকে কুর্নিশ জানাতে বিরাꦍট ভক্তদের বড় উদ্যোগ! RCB vs KKR🅘 ম্যাচে কী হতে চলেছে?
প্রীতির এই মন্তব্যের পর ওই ভক্ত নিজের প্রশ্নটি মুছে ফেলেন। তবে তার এই দৃঢ় এবং সোজাসাপ্টা জবাব বহু মানুষের মনে দাগ কেটেছে এবং তুলে ধরেছে—মহিলারা পুরুষ-প্রধান ক্ষেত্র, বিশেষ করে 🅠ক্রীড়াক্ষেত্রে, প্রতিদিন কতটা অবজ্ঞার মুখোমুখি হন।
আরও পড়ুন … নেপালকে ৪-০ গোলে হারিয়ে SAFF U-19 Ch𝄹ampionship-এর গ্রুপ ‘বি’-র শীর্ষে ভারত, সেমিতে প্রতিপক্ষ মালদ্বীপ
এই সেশনেই প্রীতি বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের প্রতিক্রিয়াও জানিয়েছেন। যেখানে বিরাট কোহলিকে প্রীতি জিন্টা ‘লাল বলের ক্রিকেটে এক রূপান্তরকারী চরিত্র’ হিসেবে বর্ণনা করেছেন এবং কোহলি, রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনের মতো কিংবদন্তিদের বিদায়ে সৃষ্ট শূন্যতার কথা উল্লেখ করেছেন। প্রীতির এই সাহসী ও সৎ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তিনি একদিকে যেমন লিঙ্গ বৈষম্যের প্রতিবাদ করেছেন, অন্যদিকে নিজের ক্রিকেটপ্রেম🍌ের প্রকাশও করেছেন নিঃসংকোচে।