বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দল এবং ইউপি ওয়ারিয়র্সের মহিলা দলের মধ্যে উইমেনস প্রিমিয়ার লিগ ২০২৪ -এর ম্যাচটি খেলা হয়েছিল। এই ম্যাচে ইউপি ওয়ারিয়র্স ২১ বল বাকি থাকতেই মুম্বই ইন্ডিয়ান্সকে সাত উইকেটে পরাজিত করে। চলতি মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের অপরাজেয়র তকমা মুছে দেয় ইউপি ওয়ারিয়র্স। এই ম্যাচে এমন একটি ঘটনা ঘটেছিল যা নিয়ে আলোচনা চলছে। এই ম্যাচ চলাকালীন এক ব্যক্তি কড়া নিরাপত্তার ফাঁক দিয়ে মাঠে প্রবেশ করেছিলেন। তারপরে মাঠের মধ্যেই সেই দর্শকের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পরেন অ্যালিসা হিলি।
আরও পড়ুন… ভারতের এই প্রাক্তন পেসারকে দেখে অনেক কিছু শিখেছেন, বুমরাহ-শামিদের নিয়ে কী বললেন জেমস অ্যান্ডারসন
ম্যাচ চলাকালীন সংঘর্ষে জড়িয়ে পড়েন অ্যালিসা হিলি-
ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি মাঠে ঢুকে পড়া ব্যক্তির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের শেষ ওভারে এই ঘটনাটি ঘটেছিল। একজন ব্যক্তি কড়া নিরাপত্তার ফাঁক দিয়ে মাঠে ঢুকে পিচের দিকে দৌড়ে যান। এই সময় অ্যালিসা হিলি ফ্যানটিকে ধরে তাঁকে থামানোর চেষ্টা করেন। এরপর নিরাপত্তাকর্মীরা তৎক্ষণাৎ ওই ভক্তকে ধরে মাঠের বাইরে নিয়ে যান। ওই ব্যক্তির হাতে আরসিবির জার্সিও ছিল।
আরও পড়ুন… কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে বাংলার জয় জয়কার, সোনা জিতলেন মিত্রাভ গুহ
মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে ইউপি ওয়ারিয়র্স
কিরণ নাভগিরের ঝোড়ো হাফ সেঞ্চুরি এবং অধিনায়ক অ্যালিসা হিলির সঙ্গে প্রথম উইকেটে তার বড় জুটির সাহায্যে, ইউপি ওয়ারিয়র্স বর্তমান চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে উইমেন প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) চলতি মরশুমে তাদের পয়েন্টের খাতা খুলেছে। মুম্বই ইন্ডিয়ান্স দল, যারা তাদের প্রথম দুটি ম্যাচ জিতেছিল, হ্যালি ম্যাথিউজের হাফ সেঞ্চুরি সত্ত্বেও প্রথমে ব্যাট করতে গিয়ে ৬ উইকেটে ১৬১ রান করতে পারে। ইউপি ওয়ারিয়র্স ১৬.৩ ওভারে তিন উইকেটে ১৬৩ রান করে জয়ী হয়। ওয়ারিয়র্স দল তাদের প্রথম দুই ম্যাচে হেরেছিল।
আরও পড়ুন… চিন্তায় চিন্তায় সারা রাত ঘুমাতেই পারেননি ধ্রুব জুরেল! কী হয়েছিল রাঁচি টেস্টের দ্বিতীয় দিনের পরে?
মুম্বই ইন্ডিয়ান্স দল মাত্র ১৬১ রান করতে পারে
এর আগে সুনামের বিপরীতে ম্যাথুজ খেলেছিলেন ধীরগতির ইনিংস। তিনি ৪৭ বলে ৯টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৫৫ রান করেন। প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স দল ৬ উইকেটে ১৬১ রান তুলতে পারে। তিনি প্রথম উইকেটে ইয়াস্তিকা ভাটিয়ার (২২ বলে ২৬ রান) সঙ্গে ৫০ রানের জুটি গড়েন এবং ন্যাট সাইভার ব্রান্টের (১৪ বলে ১৯ রান) সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়েন। এছাড়া অ্যামেলিয়া কের ১৬ বলে ২৩ রান করেন। পূজা বাস্ত্রকার ১২ বলে ১৮ রান এবং ইসি ওয়াং ৬ বলে ১৫ অপরাজিত রান অবদান রাখেন।