৪২ টি লোকসভা কেন্দ্রে আগেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। সেই তালিকা অনুযায়ী এবার তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন দলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। অন্যদিকে, বি🌄জেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই কেন্দ্রে বৃহস্পতিবার প্রার্থী ঘোষণা করেছে সিপিএম। এবার এই কেন্দ্রে সিপিএﷺমের প্রার্থী হলেন তরুণ নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ন বন্দোপাধ্যায়। এই কেন্দ্রের প্রার্থী তৃণমূল এবং সিপিএমের এই দুই তরুণ নেতার সোশ্যাল মিডিয়ায় উত্থান বিগত কয়েক বছরে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে একে অপরকে আক্রমণ করেছেন দুই তরুণ নেতা। আর এবার রাজনীতির ময়দানে লোকসভা লড়াইয়ের মুখোমুখি হতে চলেছেন তরুণ প্রজন্মের এই দুই নেতা। ফলে এই কেন্দ্রটি আরও আকর্ষণীয় হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ 'হালকা উত্তেজনা…'শুভেন্দুর গড়ে দেবাংশুকে ঠেলে দিল তৃণমূল, কী বলছেন প্র🏅��ার্থী?
বৃহস্পতিবার ৪২ টি আসনের মধ্যে ১৬ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। সেখানে নাম রয়েছে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ তথা আইনজীবী সায়ন বন্দ🍃োপাধ্যায়ের। এবার তিনি সিপিএমের হয়ে তমলুক কেন্দ্র থেকে লড়তে চলেছেন। প্রার্থী ঘোষণা হওয়ার পরেই সায়ন বন্দোপাধ্যায় জানান, ‘সুদীপ্ত গুপ্ত, সৈফু🌟দ্দিন মোল্লাদের বন্ধুরা লড়তে নেমেছে। শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এই এই লড়াই চলবে। সব শক্তি দিয়ে তমলুকে জেতার জন্য ময়দানে লড়ব।’
ত🔯িনি এদিন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় রাজনৈতিক দলকে তীব্র আক্রমণ করেন। তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, ‘বর্তমান রাজ্য সরকারের আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতি থেকে শুরু করে কয়লা, গরু পাচারের মতো সবকিছুতে দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমার লড়বো।’ বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘কেন্দ্র সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বছরে ২ কোটি করে চাকরি দেওয়া হবে। সেই অনুযায়ী, ১০ বছরে ২০ কোটি টাকা চাকরি হওয়ার কথা ছিল। কিন্তু, কোথায় সেই চাকরি? গ্যাসের দাম, পেট্রোলের দাম করে বাড়ছে। তাতে কেন্দ্র সরকারের কোনও দৃষ্টি নেই। তাই আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই।’