বিহারে বিজেপির একমাত্র মুসলিম সাংসদ চৌধুরী মেহবুব আলি কায়সার রবিবার আরজেডিতে যোগ দিয়েছেন। আগামী ২৬ এপ্রিল বিহারে দ্বিতীয় দফার ভোট। তার আগে♏ এই বদবল তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
খাগাড়িয়ার দুবারের সাংসদ আলি কায়সাকে এবার লোকসভা টিকিট দেয়নি লোক জনশক্তি পার্টি পাসোয়ান গোষ্ঠী। কোনও কারণ ছাড়াই এই সিদ♑্ধান্ত নেয় দল। তারপরই তিনি দলꩲ ছাড়ার সিদ্ধান্ত নেন।
এর আগে অবিভক্ত এলজেপি প্রার্থী হিসেবে🃏 জয়ী কায়সারের অভিযোগ, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ বা বিজ꧒েপি কেউই এনডিএ-র শরিক হিসেবে এই বিষয়ে হস্তক্ষেপ করেনি।
আরও পড়ুন। বিকল্প প্রার্থী দিয়েও কাজ হল না, সুরাটে আবারও ক♈ংগ্রেস প্রার্থীর মনোনয়ন খারিজ
এলজেপিতে থাকাকালীন সংখ্যালঘু অধ্যুষিত কিষাণগঞ্জে তিনি যখন ভোটে দাঁড়ান, সেই সময় তাঁর প্রচারে নীতীশ কুমার কায়সারকের ভোট দেওয়ার জন্য আবেদন জানান। এদিন দলে যোগ দেওয়ার পর বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও দলের অন্যান্য প্রবীণ নেতারা তাঁকে স্বাগত জ🍃ানান। পরে প্রাক্তন সাংসদ বলেন, ‘মনে হচ্ছে ওদের (এনডিএ) আমাদের ভোটের দরকার নেই।’
এই যোগদান পর আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, 𒊎‘ওনার অভিজ্ঞতা আমাদের অনেক কাজে লাগবে।’
আরও পড়ুন। দেশের সম্পদ মুসলিমদের দেওয়ার কথা বলেছিলেন মনমোহন? মোদীর দাবিরꦍ সত্যতা ক⛦তটা?
চিরাগের বাবা রামবিলাস পাসোয়ান প্রতিষ্ঠিত তৎকালীন এলজেপির বিভাজনের কথা উল্লেখ করে কাইজার দাবি করেন, কাকা (পশুপতি কুমার পারস) এবং ভাইপো (চিরাগ) এর মধ্যে লড়াইয়ের তিনি শিকার হয়েছিলেন। কাইজার বলেন, 'যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তা হলো, এলজেপি বিভক্ত হওয়ার পর চিরা✱গ আমাকে বিশ্বাসঘাতক বলেছিল।🧜’
আরও পড়ুন। বাংল♑ায় সিএএ লাগু করা কে🧔উ আটকাতে পারবে না, মালদায় জানালেন রাজনাথ