এবার লোকসভা নির্বাচনে শ্রীরামপুরে তৃণমূলের কোটিপতি প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বামেদের প্রার্থী হয়েছেন দীপ্সিতা ধর। ডোমজুড়ের তিন বারের বিধায়ক পদ্মনিধি ধরের নাতনি দীপ্সিতা এবার জয়ের বিষয়ে আশাবাদী হলেও সম্পত্তির নিরিখে কল্যাণের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন তিনি। দীপ্সিতার মোট সম্পত্তির পরিমাণ হল কয়েক লক্ষ টাকা। তাঁর নিজস্ব কোনও গাড়ি, বাড়ি বা জমি আছে কিনা সে বিষয়টিও নির্বাচন কমিশনকে জানিয়েছেন শ্রীরামপুরের সিপিএম প্রার্থী।
আরও পড়ুন: দীপ্সিতাকে দেখে কান্না তৃণমূলের কল্যাণের? ভাইরাল ভিডিয়োর সত্যিটা জানুন
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, দীপ্সিতার সম্পত্তি বলতে সেরকম কিছু নেই। এই তথ্য জানানোর সময় তাঁর হাতে ছিল নগদ ২০ হাজার টাকা। এছাড়া তিনটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে দীপ্সিতার। তাতে কিছু টাকা রয়েছে। যার মধ্যে একটি অ্যাকাউন্টে ৪ লক্ষ ৩০ হাজার ৯১০ টাকা রয়েছে। অন্য একটি অ্যাকাউন্টে রয়েছে ১৮,১৭৯ টাকা। এছাড়াও একটি নির্বাচনী অ্যাকাউন্ট রয়েছে। তাতে ৩০ হাজার টাকা রয়েছে। বাম প্রার্থী জানিয়েছেন, কোনও মিউচুয়াল ফান্ড বা বিমায় তাঁর কোনও বিনিয়োগ নেই।
প্রসঙ্গত, ছাত্র জীবনেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন দীপ্সিতা। আশুতোষ কলেজ থেকে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। বামপন্থী মনোভাব নিয়ে তিনি রাজনীতি করে আসছেন। এর আগে এসএফআইয়ের কেন্দ্রীয় কমিটির সদস্য থাকার কনভেনার পদে ছিলেন। বর্তমানে তিনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, দীপ্সিতার স্থাবর সম্পত্তি একেবারেই নেই। তাঁর কোনও গাড়ি, বাড়ি বা জমি নেই। অন্যদিকে, তাঁর বিপক্ষ প্রার্থী তথা তৃণমূলের কল্যাণের শুধু বই-ই আছে এক কোটির। এছাড়াও ১৫ লাখের আংটি পড়েন তিনি সব মিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ হল কয়েক কোটি টাকার। তাতে স্বাভাবিকভাবেই স্পষ্ট যে সম্পত্তির নিরখে দীপ্সিতাকে অনকেটাই পিছনে ফেলে দিয়েছেন পেশায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে দীপ্সিতাকে প্রার্থী করেছিল সিপিএম। সেই সময় তিনি বালি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন। তাতে তিনি ২২ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। আর এবার তাঁর মূল প্রতিদ্বন্দ্বী হলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী কবির শঙ্কর।