মহারাষ্ট্রের পর বিহারে আসনরফা সম্পন্ন করে ফেলল এনডিএ জোট। ২০২৪ সালের লোকসভায় লোক জনশক্তি প𒁃ার্টি (এলজেপি)-র প্রতিষ্ঠাতা প্রয়াত রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগকেই গুরুত্ব দিল বিজেপি। বুধবার দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন চিরাগ। সেখানেই বিজেপির সঙ্গে আসনরফা চূড়ান্ত হয়েছে। সেক্ষেত্রে এলজেপি(রামবিলাস)-কে ৫টি আসন ছেড়েছে বিজেপি। তাতে রাজি হয়েছেন চিরাগ।
আরও পড়ুনঃ নীতীশদ🐟ের এন্ট্রিতে বিহারে BJPর আসন বণ্টনের জোট-অঙ্ক জ❀টিল! ফাঁকে তালে LJPকে ৮ আসন অফার RJDর
যদিও কোন কোন আ✱সনে রফা হয়েছে? সে বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন চিরাগ। নিজের এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লিখেছেন, ‘বিহারে ঐক্যবদ্ধভাবে ইন্ডিয়া জোট লড়বে। আনুষ্ঠানিকভাবে দ্রুত এ বিষয়ে ঘোষণা করা হবে।’
অন্যদিকে, চিরাগের কাকা অর্থাৎ রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির নেতা পশুপতিকুমা♔র পারসকে রাজ্যপাল করতে পারে বিজেপি। পদ্ম শিবিরের তরফে তাঁকে এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে বলে বিজেপি স🍰ূত্রের খবর।
বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, হাজিপুর আসন থেকে লড়বেন চিরাগ। এই আসনটি ছিল পশুপতির । সেক্ষেত্রে পশুপতি গোষ্ঠীর এক সাংসদ তথা চিরাগের খুড়তুতো ভাইকে বিহার সরকারে𝔉র মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে। উল্লেখ্য, এনডিএ জোটে থাকা সব দলগুলির মধ্যেই বিহারে লোকসভা আসন ভাগাভাগি করার সিদ্ধান্ত হয়েছে। চিরাগ বলেন, ‘আমার সমস্ত উদ্বেগ বিজেপি সমাধান করেছে। আমি সন্তুষ্ট।’