২০০৫ সালের ৫ মার্চ, ইন্ডিয়ান আইডဣল জিতে রাতারাতি জনপ্রিয়তার শিখর🎃ে পৌঁছে গিয়েছিলেন অভিজিৎ সাওয়ান্ত। একের পর এক কাজের অফার আসতে শুরু করে গায়কের কাছে। একাধিক বড় বড় সুপারস্টার ব্যক্তিগতভাবে দেখা করেন তাঁর সঙ্গে। কিন্তু ২০ বছর পর সেই ধারাবাহিকতা কি আজও একই ভাবে বজায় আছে?
হিন্দি রাশের সঙ্গে একটি সাক্ষাৎকারে অভিজিৎ ২০০৫ সালের সোনালী দিনের কথা স্মরণ করেন। তিনি জানান, কীভাবেꦛ একটা জয় তাঁর জীবনের সবকিছু পাল্টে দিয়েছিল। শাহরুখ খানের মতো বড় বড় তারকা তাঁর সঙ্গে দেখা করতেন ব্যক্তিগতভাবে। কিন্তু ধারাবাহিকতার অভাবে আর সবকিছুই হারিয়ে গেছে গায়কের জীবন থেকে।
আরও পড়ুন: বলি সেলিব্রিটিদের এমন ৭ চুম্বন মুহূর্ত, যা এ🌳ক সময় তৈরি করেছিল বিতর্ক
স্মৃতি রোমন্থন করে অভিজিৎ বলেন, ‘ইন্ডিয়ান আইডল বিজেতা হওয়ার পর আমার জীবনের সবকিছু পাল্টে যায়। সেই সময় বড় বড় তারকারা আমার সঙ্গে দেখা করতে আসতেন পার্সোনালি। শাহরুখ খান স্যার আমার সঙ্গে দেখা করে একটি শোতে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ওঁর ব্যবহার ভীষন ভালো ছিল।’ꦛ
অভিজিৎ আরও বলেন, ‘এখন সবকিছুই পাল্টে গেছে। সেই ধারাবাহিকতা এখনꦐ আর নেই। আমার গানগুলো এখন আর সেই স্তরে পৌঁছতে পারছে না, ফলে মানুষের মন থেকে আমি হারিয়ে যাচ্ছি। এখন যদি খান সাহেবের সঙ্গে আমার দেখা হয় উনি হয়তো শুধু হ্যালো বলে চলে যাবেন। সবকিছুই সময়ের সঙ্গে সঙ্গে ম্লান হতে শুরু করে দেয়। খ্যাতি পাওয়া সহজ, কিন্তু তা ধরে রাখা কঠোর পরিশ্রমের কাজ।’
আরও পড়ুন: সি সেকশনের বদলে নরম্যাল ডেলিভারির সিদ্ধান্ত! মেয়ে আথিয়াকে নিয়ে গর্বিত সু༒নীল, বললেন...
আরও পড়ুন: অপেক্ষার অবসান! প্রকাশ্যে এল ༒ধামাল ৪ মুক্তির দিন, কবে আসছে অজয়-রীতে൲শদের ছবি?
প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডলের বিজেতা হওয়ার পর জো জিতা ওহি সুপারস্টার নামক একটি শোয়ে অংশগ্র🍸হণ করেছিলেন অভিজিৎ, সেখানে তিনি প্রথম রানার আপ হন। এছাড়া এশিয়ান আইডলে তৃতীয় স্থান অধিকার করেছিলেন তিনি। বলিউডে একাধিক সিনেমা যেমন আশিক বানায়া আপনে, তিস মার খান, ঢিশুম, জওয়ানি দিওয়ানি ꦗসহ একাধিক সিনেমায় কাজ করেছিলেন তিনি।