৭ ডিসেম্বর মুক্তি পেল জোয়া আখতার পরিচালিত দ্য আর্চিস। আর এই ছবির হাত ধরে একাধিক স্টার কিড পা রাখলেন সিনে দুনিয়ায়। দ্য আর্চিসের হাত ধরেই বলিউডে অভিষেক হল অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার, শাহরুখ খানের মেয়ে সুহানা খানের, জাহ্নবী কাপুরের বোন খুশি কাপুরের। আর এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন অগস্ত্য। কানাঘুষোয় শোনা যায় তিনি এবং সুহানা নাকি প্রেম করছেন। এবার একই ছবি দিয়ে বলিউডে পা রাখলেন তাঁরা। সেই ছবি মুক্তির ঠিক আগে বিশেষ বন্ধুকে নিয়ে কী বললেন সুহানা? মামা অভিষেক বচ্চনই বা অগস্ত্যর জন্য কী লিখলেন?
অভিষেক বচ্চন কী লিখলেন অগস্ত্য নন্দার জন্য?
অভিষেক বচ্চন এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর এবং অগস্ত্যর একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে অগস্ত্যর হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এই সাদা কালো ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, 'তোমায় যেটা করতে হবে যে মানুষের কাছে পৌঁছতে হবে, আর আমি তোমার হাত ধরে থাকব। সিনেমায় স্বাগত আমার আদরের অগস্ত্য।'
আরও পড়ুন: শেরশাহর ডায়লগ আওড়ে ফিল্মি স্টাইলে রোমের রাজপথে কিয়ারাকে প্রপোজ করেছিলেন সিদ্ধার্থ!
আরও পড়ুন: 'স্যাক্স-সুক্স তো বুঝলাম না, কিন্তু...' ভক্তকে মজার ছলে কড়া জবাব শাহরুখের, নিমেষে ভাইরাল পোস্ট
অনেকেই তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন। কেউ কেউ লেখেন, 'বচ্চনদের এই বন্ড সত্যিই দেখার মতো।' অগস্ত্যর দিদি নব্যাও মন্তব্য করেছেন মামার পোস্টে। বাদ যাননি ববি দেওল, সোনালি বেন্দ্রে, প্রমুখ।