অজয় দেবগনকে সকলেই অল্প কথার মানুষ বলেই জানেন। কিন্তু তাঁর ইন্টারেস্ট একাধিক বিষয়ের উপর রয়েছে। তিনি সিনেমা নিয়ে দারুন প্যাশনেট। অজয় দেবগন অভিনীত বহু ছবির মধ্যে অন্যতম হল, দৃশ্যম। এই ছবিটি দর্শকদের থেকে ব্যাপক সাড়া পেয়েছিল। এই ছবিতে তাঁকে বিজয় সালগাওকরের ভূমিকায় দেখা যায়, যেখানে তিনি একজন বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। মেয়ে, তথা পরিবারকে বাঁচানোর জন্য তিনি কী কী করতে পারেন, কতদূর পর্যন্ত যেতে পারেন সেটা এই ছবিতে দেখা গিয়েছিল।
দৃশ্যম ছবিতে অজয় দেবগনের বিপক্ষে দেখা যায় তাঁর ছোটবেলার বন্ধু টাবুকে। সাত বছর পর ১৮ নভেম্বর, দৃশ্যম ২ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল। এই থ্রিলার ঘরানার ছবিতে আরও একবার দেখা যাবে অজয় দেবগনকে। তাঁর সঙ্গে থাকবেন টাবু, অক্ষয় খান্না।
প্রতি বছর ২ অক্টোবর এলেই সোশ্যাল মিডিয়া ভেসে যায় দৃশ্যম ছবি কেন্দ্রিক মিমে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটিকে নিয়ে নানান মজার পোস্ট নজরে আসে। কেউ লেখেন 'মনে আছে তো বিজয় সালগাওকর অক্টোবরের ২-৩ তারিখ কী করেছিলেন?' কারও প্রোফাইলে আবার অন্য কোনও পোস্ট নজরে আসে। এই বিষয়ে দৃশ্যম ছবির অভিনেতা অজয় দেবগন কী জানেন কিছু? এই প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, 'অক্টোবরের ২-৩ তারিখ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট চলে সেটার সম্পর্কে আমার ধারণা আছে। আমি জানি। এই মিমগুলো এবং সেই সংক্রান্ত আলোচনার মধ্য দিয়েই আজও ছবিটা দর্শকদের স্মৃতিতে তাজা হয়ে আছে। দৃশ্যম ছবিটিকে মানুষ ভালো স্মৃতি হিসেবেই মনে রেখেছে। এই ছবিই তো দেখিয়েছে একজন মানুষ তাঁর পরিবারকে বাঁচানোর জন্য কতদূর পর্যন্ত যেতে পারে। তবে দুঃখের বিষয় একটাই, আমাদের পরিচালক নিশিকান্ত কামাত আর আমাদের মধ্যে নেই।' একই সঙ্গে অভিনেতা জানান, 'তবে দৃশ্যম ছবির দ্বিতীয় ভাগের পরিচালনা অভিষেক পাঠক বেশ দক্ষতার সঙ্গে করেছে।'